
শওকত আলম, কক্সবাজার:
ট্যুরিস্ট পুলিশের এডিশনাল ডিআইজি আপেল মাহমুদকে হেডকোয়ার্টারে বদলির আদেশ আনুষ্ঠানিকভাবে স্থগিত করা হয়েছে। এ বিষয়ে ট্যুরিস্ট পুলিশের হেড অফিস থেকে লিখিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে প্রশাসনিক সূত্র নিশ্চিত করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা, চলমান কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং কক্সবাজারসহ দেশের গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রগুলোর সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে আপেল মাহমুদ আপাতত কক্সবাজারেই দায়িত্ব পালন করবেন।
বদলি স্থগিতের খবরে কক্সবাজারের হোটেল-মোটেল মালিক, রিসোর্ট উদ্যোক্তা, ট্যুর অপারেটর ও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ও সন্তোষ প্রকাশ পেয়েছে। তাদের মতে, আপেল মাহমুদের নেতৃত্বে ট্যুরিস্ট পুলিশের কার্যক্রম আগের তুলনায় আরও দৃশ্যমান ও কার্যকর হয়েছে। পর্যটক হয়রানি কমানো, সৈকত এলাকায় নিরাপত্তা জোরদার এবং অনিয়ম দমনে ট্যুরিস্ট পুলিশের ভূমিকা প্রশংসিত হচ্ছে।
পর্যটন সংশ্লিষ্টদের প্রত্যাশা, এই সিদ্ধান্ত কক্সবাজারে পর্যটকদের আস্থা বাড়াবে এবং পর্যটন শিল্পের সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে।
অন্যদিকে, পর্যটন খাতের একাধিক সূত্র দাবি করেছে—বদলি স্থগিতের খবরে সবচেয়ে বেশি আতঙ্কিত হয়েছে কিছু দুর্নীতিবাজ ও অনিয়মে জড়িত ব্যবসায়ী চক্র। সাম্প্রতিক সময়ে ট্যুরিস্ট পুলিশের কঠোর নজরদারিতে অবৈধ গাইড ব্যবসা, অতিরিক্ত ভাড়া আদায়, পর্যটক হয়রানি, অনুমোদনহীন ট্যুর প্যাকেজ এবং অনৈতিক সুবিধা আদায়ের পথ সংকুচিত হয়ে পড়েছিল।

























