
মোঃ নেয়াজুর রহমান নয়ন,
“প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়” এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় সমাজসেবা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলার দুই পৌরসভা ও আট ইউনিয়নের ক্যাপিটেশন গ্রান্টপ্রাপ্ত এতিমখানার নিবাসীদের নিয়ে দুই দিনব্যাপী ফুটবল, ব্যাডমিন্টন, চিত্রাঙ্কন ও হস্তশিল্প প্রতিযোগীতার উদ্বোধন করা হয়েছে।
গত সোমবার (২২শে ডিসেম্বর) সকালে কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিযোগিতা উদ্বোধন করেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মো. রাজিব হোসেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা মৎস্য কর্মকর্তা তানবীর আহসান, পল্লী উন্নয়ন কর্মকর্তা মীর ইমরান হোসেন, প্রধান শিক্ষক বিজয়ানন্দ বড়ুয়া, সহকারী সমাজসেবা কর্মকর্তা ফারহানা জাহান।
এসময় উপস্থিত ছিলেন- সমাজসেবা কার্যালয়ের সুপারভাইজার শফিউল আজিম, শিক্ষক মাও. আব্দুল মান্নান, আরাফাত হোসেন, হাফেজ মো. ইলিয়াছ রেজা, মাও. লিয়াকত আলী, হাফেজ শফিউল করিম, সাজ্জাত উল্লাহ, মাও. আব্দুর রহিম, মাহমুদুল কবির, মোস্তাকিম প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রাজিব হোসেন বলেন, “সরকার সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে শিশুবান্ধব বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। সমাজের এতিম, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত শিশুদের শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশে সমাজসেবা অধিদপ্তর বিশেষ ভূমিকা পালন করছে। আজকের এ সুন্দর আয়োজন যার অন্যতম উদাহরণ।”
সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের কল্যাণ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের সুরক্ষায় সমাজের সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি।
প্রতিযোগিতায় ৪ টি ইভেন্টে উপজেলার ১৯ টি প্রতিষ্ঠানের ৩৮০ জন শিশু অংশগ্রহণ করছে।

























