
নুর মোহাম্মদ, কক্সবাজার
কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের নাপিতখালী বনবিট এলাকায় অবৈধভাবে জবরদখলে রাখা ৮০ শতক জমি দখলমুক্ত করেছে বনবিভাগ।
বুধবার (৭ মে) সকাল ১০ থেকে দুপুর পর্যন্ত ঈদগাঁও উপজেলার আওতাধীন ফুলছড়ি রেঞ্জের নাপিতখালী বিটের পশ্চিম গজালিয়া নামক সংরক্ষিত বনভূমি এলাকায় এ অভিযান চালায় বনবিভাগ।
নাপিতখালী বিট কর্মকর্তা জুয়েল চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধ অনুপ্রবেশ টেকাতে সর্তকীকরন সাইনবোর্ডও ঝুলানো হয়েছে।
ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা রাশিক আহসান জানান, কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা মারুফ হোসেন, সহকারী বন সংরক্ষক শীতল পালের নির্দেশে অভিযানে অংশ নিয়ে নাপিতখালী বিটের আনুমানিক ৮০ শতক বনভূমি জবর দখলমুক্ত করা হয়।
দখলমুক্ত সংরক্ষিত বনভূমি বনায়নের জন্য নির্ধারিত করা হয়েছে। তাছাড়া এ জমিতে চলতি বর্ষা মৌসুমে বিভিন্ন বনজ ও বিলুপ্ত প্রজাতির চারা রোপণ করা হবে।