
মোঃ মিজানুর রহমান, সাতকানিয়া প্রতিনিধি
সাতকানিয়া উপজেলার কেওঁচিয়া ইউনিয়ন শাখা লিবারেল ডেমোক্রেটিক পার্টি -এলডিপি- এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার-১১ মার্চ- সাতকানিয়া উপজেলার কেরানি হাটে অবস্থিত সাতকানিয়া রিসোর্ট কমপ্লেক্সে কেওঁচিয়া ইউনিয়ন শাখার সভাপতি সাবেক ইউপি সদস্য নুরুন্নবীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের সঞ্চালনায় কেওঁচিয়া ইউনিয়নের গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিসের কোর আন তেলাওয়াতের মাধ্যমে এ ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত ইফতার মাফফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলডিপি’র চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সভাপতি শিল্পপতি এম ইয়াকুব আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলডিপি’র কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও কেওঁচিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ জি এম শাহজাহান, চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল, এলডিপির চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আহমদ নবী চৌধুরী, এলডিপির সাতকানিয়া উপজেলা সভাপতি মাহমুদুল হক চৌধুরী, এলডিপির সাতকানিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন, এলডিপির সাতকানিয়া উপজেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক মহি উদ্দিন মোহাম্মদ সাদেক ও সেলিম রেজা, এলডিপির বাজালিয়া ইউনিয়নের সভাপতি আনিছুর রহমান সিকদার, এলডিপির খাগরিয়া ইউনিয়নের সভাপতি মোহাম্মদ জাফর, এলডিপির খাগরিয়া ইউনিয়নের সেক্রেটারি আমিরুজ্জামান মেম্বার, ধর্মপুর ইউনিয়নের সভাপতি রিয়াদ কামাল, কেওঁচিয়া ইউনিয়নের এলডিপির সাবেক সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন, কেওঁচিয়া ইউনিয়নের এলডিপির সহ সভাপতি আলী আকবর, গণতান্ত্রিক শ্রমিক দল উত্তর সাতকানিয়া সাংগঠনিক শাখার সভাপতি মোহাম্মদ ওসমান গণি, গণতান্ত্রিক যুবদল নেতা নুরু ও সরওয়ার প্রমুখ।