
মোঃ মিজানুর রহমান, সাতকানিয়া প্রতিনিধি।।
চট্টগ্রামঃ সাতকানিয়ায় বিভিন্ন এলাকায় কৃষি জমির টপসয়েল রক্ষায় উপজেলা প্রশাসনের কঠোর অবস্থানের পরও থেমে নেই অবৈধভাবে কৃষি জমির টপসয়েল কাটা। সাতকানিয়া উপজেলার নাপিতেরচর এলাকায় জিলানী ব্রিক ফিল্ডে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করে ফসলি জমির টপসয়েল কাটায় দুই লক্ষ টাকা জরিমানা হয়েছে।
বৃহস্পতিবার-১৬ জানুয়ারি- বিকাল ৩.৩০ টায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা সহকারী কমিশন ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিন্তা করিম।
মোবাইল কোর্টের অভিযান পরিচালনা কালে জিলানী ব্রিক ফিল্ডে ফসলি জমির টপসয়েল কাটায় জিলানী ব্রিক ফিল্ডের ম্যানেজার মৃত ওসিউল্লাহর ছেলে হাজী বেলাল আহমদকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর সংশ্লিষ্ট ধারায় ২,০০,০০০ -দুই লক্ষ- টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন সাতকানিয়া মডেল থানার পুলিশ সদস্যবৃন্দ ও উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ সার্বিক সহযোগিতা করেন।
সহকারী কমিশন ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিন্তা করিম বলেন- অবৈধভাবে কৃষি জমির টপ সয়েল রক্ষায় জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে।