মোঃ রুবেল খান,মোংলা প্রতিনিধি।।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালিত হয়েছে। মঙ্গলবার মোংলা উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করা হয়। জন্মদিন উপলক্ষে বেলা ১১ টায় আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতৃবৃন্দ।
এর আগে দলীয় কার্যালয় থেকে বের হওয়া আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা সহকারে পৌর পার্ক সংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী নেতা-কর্মীরা।
প্রধানমন্ত্রীর এ জন্মদিন উৎসবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস এর সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন ও পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র শেখ আ: রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, উপজেলা যুবলীগের সভাপতি ইস্রাফিল হাওলাদার, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, পৌর যুবলীগের সভাপতি এস,এম,কবির হোসেন, সাধারণ সম্পাদক শেখ আল মামুনসহ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
এরপর দলীয় কার্যালয়ে প্রধানমন্ত্রীর জীবনি নিয়ে আলোচনা সভা ও তাঁর দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
এছাড়াও প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলার ৬ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বৃক্ষরোপণ,কেক কাটা, দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।