মোঃ আল আমিন মল্লিক
বেতাগী প্রতিনিধি।।
বেতাগী উপজেলার ৫নং বুড়ামজুমদার ইউনিয়নের কাউনিয়া রাইডার্স ক্লাব কৃতক আয়োজিত ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত হয় ।
শুক্রবার -১১অক্টোবর- বিকালে কাউনিয়া এমদাদিয়া মাধ্যমিক বিদ্যালয় এ খেলাটি অনুষ্ঠিত হয়
এসময় প্রধান অতিথি ছিলেন জনাব মো: শাহিন গাজী উপদেষ্টা কাউনিয়া রাইডার্স ক্লাব-
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ওয়াদুদু রাসেল, সহকারি পরিচালক বেস্ট ইনফ্রাস্ট্রাকচার লিঃ বেস্ট কনসাট্যান্ট এন্ড ইঞ্জিনিয়ারিং সার্ভিস লিঃ।মোঃ সুমন গাজী-আজীবন সদস্য কাউকে নিয়ে রাইডার্স ক্লাব।জনাব মো: সাইফুল ইসলাম -সবুজ- কাজিরাবাদ সমাজ উন্নয়ন সংস্থা। বেতাগী- বরগুনা।-KSDO- সম্মানিত সাধারণ সম্পাদক।
মোঃ শাহ্ আলী-মানবিক সাংবাদিক ও বরগুনা জেলা প্রতিনিধি দীপ্ত টেলিভিশন
সভাপতিত্ব করেন
কাউনিয়া রাইডার্স ক্লাব-{KRC} এর সভাপতি গাজী মোঃ আলামিন -আরিফ-
আরো উপস্থিত ছিলেন কাউনিয়া রাইডার্স ক্লাবের আজীবন সদস্যরা ও কমিটির অনান্য সদস্যরা।
এ সময় বক্তৃতারা বলেন-বাল্য বিবাহ মাদক ও ইভটিজিং থেকে বিরত রাখতে লেখাপড়া পাশাপাশি খেলাধুলা কোন বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে মন ও শরীর সতেজ থাকে। ভালো মানের জাতীয় পর্যায়ে খেলোয়াড় হওয়ার সম্ভবনায় থাকে। আমরা আশাকরি এই ধরনের আয়োজন প্রতি বৎসর করা হবে।
রাইডার্স ক্লাবের আন্ত ফুটবল টুনামেন্ট ফাইনাল খেলা রেফারি হিসেবে খেলা পরিচালনা করেন আফজাল হোসেন ও যৌথ ভাবে ধারা ভাষ্যকার দেন জনাব ইলিয়াসুর রহমান-
সহকারী শিক্ষক বলয়বুনিয়া মাধ্যমিক বিদ্যালয়।
দুই দলের ফাইনাল খেলায় ২-০ গোলে চাচা ভাতিজা একাদশ বিজয় হয়। বিজয়ী দল কে কাউনিয়া রাইডার্স ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন জানায়।
চাচা ভাতিজা একাদশ ০২
সাহেরওয়ালা একাদশ ০০ গোল।