বিশেষ প্রতিবেদক।।
সাংবাদিকদের কাছে শুধু সত্যটুকু তুলে ধরার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামী বাংলাদেশ এর বরিশাল অঞ্চলের পরিচালক ও কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আইনজীবী মুয়াযযেম হোসাইন হেলাল। এসময় তিনি আরো বলেন- বিগত সময়ে আপনারা সরাসরি সত্য তুলে ধরতে বাধাগ্রস্ত হলেও অনেকই বিভিন্ন কৌশলে তা প্রকাশ করেছেন। আবার সরাসরি সত্য তুলে ধরে দেশত্যাগে বাধ্য হয়েছেন অনেক সাংবাদিক। এমনকি উন্নয়ন কর্মী পর্যন্ত ফ্যাসিস্ট সরকারের রোষানল থেকে বাঁচতে পারেননি। তাদেরও দেশছাড়া হতে হয়েছে।
বরিশালের কীর্তনখোলা মিলনায়তনে ১ অক্টোবর মঙ্গলবার আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামী বাংলাদেশ এর বরিশাল অঞ্চলের পরিচালক আরো বলেন, গত প্রায় ১৭ বছর বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত রাজনৈতিক দল ছিলো জামায়াতে ইসলামী। নিষিদ্ধ না হয়েও অসংখ্যবার নিষিদ্ধের হুমকীসহ অনেক নিপিড়ন সহ্য করতে হয়েছে। ষড়যন্ত্রমূলক প্রহসনের বিচারের মাধ্যমে জামায়াতে ইসলামীর পাঁচ নেতাকে ফাঁসি দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ও তার দোসররা।
স্বাগত বক্তা বরিশাল মহানগর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর এর সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন জেলা আমির অধ্যাপক আব্দুল জব্বার। এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্ন ও বরিশালের সমস্যা নিয়ে কথা বলেন জামায়াতে ইসলামী বাংলাদেশ সহকারী সেক্রেটারি জেনারেল এ্যাড মুয়াযযম হোসাইন হেলাল। তিনি বরিশালের উন্নয়নে ভূমিকা রাখার আশ্বাস দিয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির প্রশ্নের উত্তরে বলেন, আমরা ইতিমধ্যেই বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ভিবিন্ন ওয়ার্ড ঘুরে দেখেছি। সেখানের পরিবেশ এখন এমন যে সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাওয়ার অবস্থা। এই হাসপাতালের পরিচালক পদত্যাগ করেছে। এখন এখানে সেনাবাহিনী থেকে একজন দক্ষ পরিচালক আমাদেরও দাবী।
আইনজীবী হেলাল বলেন, আমরা বরিশালের বিভিন্ন ইউনিয়নে ঘুরে সমস্যা চিহ্নিত করার চেষ্টা করছি। এজন্য আপনাদের, সাংবাদিকদের সহযোগিতা একান্তভাবে কামনা করছি। আপনারা আমাদের জন্য শুধু সত্যটুকু তুলে ধরার আহ্বান জানান জামায়াতে ইসলামী বাংলাদেশ এর বরিশাল অঞ্চলের পরিচালক।
সাংবাদিক নেতা ও বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক পুলক চ্যাটার্জি- দৈনিক আজকের পরিবর্তন এর প্রকাশক ও সম্পাদক এবং বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ- বর্তমান সাধারণ সম্পাদক এবং দৈনিক মতবাদ এর প্রকাশক ও সম্পাদক এসএম জাকির- রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি নজরুল বিশ্বাস- বর্তমান সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খালেদ- নয়া দিগন্ত পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান আযাদ আলাউদ্দিন- আর টিভির আরিফুর রহমান- সময় টিভির অপূর্ব অপু সহ আরো অনেকেই এসময় উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা সঞ্চালনায় ছিলেন বরিশাল জেলা জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া বিভাগের আহ্বায়ক অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু। পবিত্র কুরআন এর সূরা তওবা থেকে পাঠ এবং হামদ ও নাথ দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন হাফেজ মাওলানা সাইফুল ইসলাম ও সাংস্কৃতিক কেন্দ্র বরিশালের সহসভাপতি আব্দুল হাই। উপস্থিত ছিলেন বরিশাল মহানগর জামায়াতে ইসলামীর প্রচার বিভাগের সদস্য দৈনিক সংগ্রামের বরিশাল ব্যুরো প্রধান এ্যড মু. শাহ আলমসহ আরো অনেক সূরা সদস্য।