দেবহাটা প্রতিনিধি।।
দেবহাটার কুলিয়া বালিয়াডাঙ্গা-দত্তদাঙ্গা -কলকাতা খালের উপর- ব্রীজ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার -১ আগস্ট- বেলা ১১ টায় কুলিয়া ইউনিয়নের অন্তগর্ত বালিয়াডাঙ্গা-দত্তদাঙ্গা গ্রামের মানুষের পারাপার সুবিধার্থে এ ব্রীজের কাজের উদ্বোধন করা হয়। উপস্থিত থেকে কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য- সাবেক স্বাস্থ্য মন্ত্রী- সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান- সাবেক উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার- কুলিয়া ইউপি চেয়ারম্যান আছাদুল হক, ইউপি সদস্য আব্দুল হান্নান ও প্রেম কুমার- উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মো. রাশেদুল ইসলাম- আওয়ামী লীগ নেতা ওহিদুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও এলাকার সাধারণ মানুষ।
কুলিয়া বালিয়াডাঙ্গা-দত্তদাঙ্গা -কলকাতা খালের উপর- ১৫মিটার দৈর্ঘ্য ব্রীজটি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধিনে নির্মিত হচ্ছে। যার ব্যায় ধরা হয়েছে ১ কোটি ১৫ পনেরো লক্ষ টাকা। আগামী ১৪ নভেম্বরের মধ্যে নির্মাণ কাজের শেষ করার চুক্তি বদ্ধ হয়েছেন কলারোয়ার মেসার্স মনির ইলেকট্রনিক্স নামের ঠিকাদারি প্রতিষ্ঠান।
এদিকে ব্রীজ নির্মানের কাজ উদ্বোধন কালে অধ্যাপক আ.ফ.ম রুহুল হক বলেন- বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাসী। সে কারণে আজ দেশে বড় বড় মেঘা প্রজেক্ট হাতে নিয়ে সফল ভাবে বাস্তবায়ণ করে চলেছেন। তিনি সব সময় দেশ ও মানুষের কথা ভাবেন। তাই জনসাধারণের কল্যাণমূখি উদ্যোগ হাতে নেন। সারাদেশ যখন আজ উন্নয়নের ছোঁয়ায় বদলে যেতে শুরু করেছে ঠিক তখন এই উন্নয়ন বিলিন করতে ষড়যন্ত্র করে তা ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হচ্ছে। বিগত কয়েক দিনে দেশে যে পরিমান ধ্বংশ চালানো হয়েছে তা কাটিয়ে উঠতে অনেক সময় লাগবে। এতে দেশ ও জাতী পিছিয়ে গেছে। আমাদের সকলের উচিত হবে এসব সন্ত্রাসী কর্মকান্ড পরিহার করে উন্নয়নের সহযোগী হিসাবে কাজ করা। শেখ হাসিনা তার নিজের জন্য কাজ করে না। তিনি সব সময় আপনাদের জন্য কাজ করে। ব্রীজ উদ্বোধন কালে তিনি ঠিকাদারি প্রতিষ্ঠানকে সঠিক ভাবে কাজ সম্পন্ন করার নির্দেশ দেন। সেই সাথে কাজ তদারকি করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন আ.ফ.ম রুহুল হক এমপি।