তৌহিদ বেলাল
কক্সবাজার জেলা প্রতিনিধি।।
কক্সবাজারের ‘চকরিয়া অ্যাডভোকেট অ্যাসোসিয়েশন’র বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে অ্যাডভোকেট শহিদুল্লাহ চৌধুরী সভাপতি ও অ্যাডভোকেট মঈন উদ্দিন সম্পাদক নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী অন্যরা হলেন- সহসভাপতি অ্যাডভোকেট আবু সালেহ ও অ্যাডভোকেট শফিউল মোস্তফা নুরী, সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, জেলা প্রতিনিধি অ্যাডভোকেট আশিকুল বাছির, আপ্যায়ন সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম, পাঠাগার সম্পাদক অ্যাডভোকেট শিহাব উদ্দিন আছেম, সদস্য পদে অ্যাডভোকেট সাইদুর রহমান ও অ্যাডভোকেট ওমর ফারুক।
এছাড়া অপর সদস্য পদে অ্যাডভোকেট গোলাম সরওয়ার ও অ্যাডভোকেট শাহরিয়ার ফয়সাল সমানসংখ্যক ভোট পাওয়ায় তাঁরা ছয় মাস করে দায়িত্ব পালন করবেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন- অ্যাডভোকেট জসিম উদ্দিন। সহকারি নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট আমিনুল এহসান ও অ্যাডভোকেট সুজা উদ্দিন।
নির্বাচনে ৬৩ সদস্যের মধ্যে ৬২ জন আইনজীবী ভোটাধিকার প্রয়োগ করেন। চকরিয়া আইনজীবী সমিতি মিলনায়তনে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোটগ্রহণ চলে