Dhaka , Saturday, 1 November 2025
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
লালমনিরহাটে ১৫ বিজিবি’র অভিযানে ১১ লাখ টাকার গরু ও মাদক জব্দ সার পাচার রুখতে তৎপর ১৫ বিজিবি: সীমান্তের ৩ অভিযানে উদ্ধার ২৪৫ বস্তা সার ফরিদপুরে পিস্তল ঠেকিয়ে গৃহবধূর কানের দুল ছিনতাইয়ের আসামি র‍্যাব-১০ এর অভিযানে গ্রেফতার। রূপগঞ্জে ৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিপ্লবীর রক্তে রঞ্জিত চট্টগ্রামে লিখিত হয়েছে শোষণ ও বৈষম্য মুক্তির মহাকাব্য: মেয়র ডা. শাহাদাত হোসেন শ্রীপুরে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও আলোচনা সভা কলমের পাশাপাশি কাস্তে হাতে: সংবাদকর্মী মিজানুর রহমানের কৃষিজীবনের নতুন যাত্রা রামু উপজেলা মহিলা দলের মাসিক সভা সম্পন্ন ঘুমধুমে টিভি টাওয়ার রাবার গাছে রোহিঙ্গা যুবকের ঝুলন্ত মরদেহ বিএনপি ও ধানের শীষ প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- রফিকুল ইসলাম রূপগঞ্জে বৃহত্তর হাটাব সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে মাদক বিরোধী সমাবেশ ও বিক্ষোভ মিছিল তারেক রহমান যাকে ধানের শীষ প্রতীক দিবেন’ তাকেই বিজয় করতে হবে– খায়রুজ্জামান মধু ব্লাড ক্যানসারে ৪২ বছরেই চিরবিদায় হাইমচর থানার ওসি মহিউদ্দিন সুমন সোনারগাঁয়ে বিএনপির বিশাল জনসভা:মানবিক রাষ্ট্র গঠনে ঐক্যের ডাক তাছিনের চিকিৎসার সমস্ত দায়িত্ব নিলেন ব্যারিস্টার কায়সার কামাল শার্শার বাগআঁচড়ায় বিএনপির কর্মি সমাবেশ মাদক কারবারিদের গ্রেফতারের ৪৮ ঘণ্টার আলটিমেটামে ফতুল্লায় মানববন্ধন — রাস্তা অবরোধ, প্রশাসনের কাছে তীব্র অভিযোগ নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে স্বচ্ছতা নিশ্চিতে ডিজিটাল ডিসপ্লে বোর্ড চালু ১২০০ কেজি অবৈধ সার জব্দ করেছে নগরকান্দা উপজেলা প্রশাসন।ভ্রাম্যমাণ আদালতে জরিমানা।  লাইসেন্স না থাকায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা  পাঁচ বছরে ক্লাস না নিয়েই বেতন ভাতা নিচ্ছে ; অনিয়মে মাদ্রাসার অধ্যক্ষ জড়িয়ে থাকার অভিযোগ  আওয়ামীলীগ দেশের গনতন্ত্রকে হত্যা করেছে  : রুহুল কবির রিজভী শিক্ষার মানোন্নয়নে কাজ করতে চাই: মনির হোসেন পাইকগাছায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী শফিকুল রাজধানী সবুজবাগ থেকে বিদেশি রিভলবারসহ গ্রেফতার দেশের তৃতীয় পায়রা বন্দর সংযোগ সড়ক প্রকল্পে সমন্বহীনতা। উন্নয়ন কাজে স্থবিরতায় হতাশ সচেতন মহল জোরপূর্বক স্ট্যাম্প নেওয়ার অভিযোগে বিতর্ক: পোকখালী ৩নং ওয়ার্ডের জনপ্রিয় মেম্বার সালাউদ্দিনের বিরুদ্ধে অপপ্রচার হাসিনা রেহানা ও তাদের সন্তানরা মিলে ১১ বছরের বাজেট লুটপাট করেছে আবুল খায়ের ভূঁইয়া খুলনায় কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন রূপগঞ্জে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

২২৭ বছরের সূর্যমণি মেলা

  • Reporter Name
  • আপডেট সময় : 06:53:49 pm, Friday, 25 March 2022
  • 595 বার পড়া হয়েছে

ইতিহাস ও ঐতিহ্যপ্রেমীদের অভিজ্ঞতার হাতছানি-গ্রামীণ সংস্কৃতির ধারক

মনির হোসেন,বরিশাল ব্যুরো।।

ইতিহাস ও ঐতিহ্যপ্রেমীদের
অভিজ্ঞতার হাতছানি-গ্রামীণ
সংস্কৃতির ধারক

ইতিহাস ও ঐতিহ্যপ্রেমীদের অভিজ্ঞতার জন্য সূর্যমণির মেলা এক দারুণ অভিজ্ঞতার হাতছানি। গ্রামীণ সংস্কৃতি লালন করে আসা এই মেলার সাথে যারা পরিচিত নন, তাদের জন্য ঘুরে আসি আজ থেকে ২২৭ বছর পূর্বের সূর্যমণির মাঠে। যে মাঠে গত ২৩দিন ধরে চলমান রয়েছে সূর্যমনির মেলা। যা চলবে আরও সাতদিন। গত দুইবছর করোনার কারণে মেলার আয়োজন বন্ধ ছিলো। এবার মেলার শেষ সময়ে বেশ জমে উঠেছে।
কয়েকশ’ স্টল সমৃদ্ধ এ মেলার মূল আকর্ষণের একটি হচ্ছে স্বল্পমূল্যের কাঠের আসবাব ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র। রয়েছে বাংলাদেশের অন্যতম প্রাচীন সার্কাস। ঐতিহ্যবাহী পুতুল নাচ, যাত্রাপালা, ভ‚তের বাড়ি ও দৈনিক উল্লাস র‌্যাফেল ড্র লটারী। গ্রাম্যমেলার মূল বৈশিষ্ট্য কাঠের নাগরদোলার পাশাপাশি রয়েছে নতুন সংযুক্ত নৌকা আকৃতির স্টিলের নাগরদোলা। মেলায় খুব ভালো মানের নানাধরনের খাবার পাওয়া যায়। মেলায় ওঠা বিশাল আকৃতির মিষ্টির কদর রয়েছে আগতদের মধ্যে, যা ঐতিহ্যবাহীও বটে। মাসব্যাপী সূর্যমনির মেলা বানারীপাড়াসহ পাশ্ববর্তী জেলা ও উপজেলার বিনোদন প্রেমি মানুষের কাছে এখন আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিনত হয়েছে।

সূর্যমণি মেলার ইতিহাস :

বরিশাল জেলার বর্তমান বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের বেতাল গ্রামের বর্তমান সূর্যমণির মাঠে ২২৭ বছর পূর্বেও চলতো চাষাবাদ। সেই সময়ের কোনো একদিনে জমিতে লাঙল চালাচ্ছিলেন এক কৃষক। হঠাৎ কিসে যেন লাঙলের ফলা আটকে যায়। কিছুতেই আর হালের গরু সামনে এগুতে পারছিলো না। তাই নিরুপায় কৃষক কোদাল দিয়ে কিছু মাটি সরিয়ে দেখতে পেলেন, কালো মতন শক্ত কিছু। তিনি দৌঁড়ে স্থানীয় প্রভাবশালী সরকার বাড়ির কর্তাকে বিষয়টি জানালেন। ছুটে এলো লোকজন। মাটি খুঁড়ে পাওয়া গেল কালো বর্ণের কষ্টিপাথরের সূর্যমূর্তি। লাঙলের ফলায় আটকে যার কানের এক অংশবিশেষ ভেঙে যায়।
যতœসহকারে মূর্তিটির ঠাঁই হলো সরকার বাড়িতে। কিন্তু বাড়ির গৃহকত্রী স্বপ্নে পেলেন এক আদেশ। জমির যেস্থানে যেদিনে মূর্তিটি পাওয়া গেছে, সেখানে সেইদিনে করতে হবে সূর্য ঠাকুরের পূজা। আর দিনটি ছিল মাঘী সপ্তমীর শুক্লপক্ষ। ১৭৯৫ সালে এ পূজাকে ঘিরে প্রথম মেলার আয়োজন করা হয়।
এ কাহিনীর নিশ্চিত প্রমাণ পাওয়া না গেলেও জ্ঞানী-গুণী, ইতিহাসবিদ ও স্থানীয়দের মাঝে কথিত এবং প্রচলিত ইতিহাস এটাই। মূলত সূর্যমূর্তির পূজাকে ঘিরেই গড়ে উঠেছে সূর্যমনি মেলার প্রচলন। হিন্দু সম্প্রদায়ের লোকজন বিশ্বাস করেন, এ পূজা করলে সূর্যের তাপ, রাহু, রোগবালাই থেকে মুক্তি পাওয়া যায় এবং বৃদ্ধি পাবে জমির উর্বরা শক্তি। শুরুতে মেলা একদিনই হতো। ১৯৭০ সালের দিকে মেলা তিন দিনব্যাপী করা হতো। আর এখন ধীরে ধীরে মেলার ব্যাপ্তি বেড়ে ৩০ দিনে দাঁড়িয়েছে।
সরকার বাড়ির শেষ বংশধর গঙ্গু সরকার ১৯৪৭ সালে দেশভাগের সময় তার বাড়িঘর-জমিজমা স্থানীয় চেরাগ আলী মোল্লার কাছে বিক্রি করে যান। সেই থেকে মোল্লা পরিবার এই সূর্যমণির মাঠের মালিক। বর্তমান বংশধর জাকির হোসেন মোল্লাসহ এ মেলার আয়োজনে রয়েছে মেলা আয়োজক কমিটি ও পূজা কমিটি।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, মাটির নিচে পাওয়া প্রায় পাঁচ ফুট লম্বা, চোখে রেডিয়াম লাগানো কষ্টিপাথরের ঐতিহাসিক সূর্যমূর্তিটি ১৯৬৮ সালে চুরি হয়ে যায়। তবে তাতে থেমে যায়নি পূজা ও মেলার প্রচলন। মাটির তৈরি সূর্যমূর্তি দিয়ে প্রতিবছর পালিত হয় এ মেলা। গ্রাম্য মেলা, নাগরদোলা, বাতাসা, মনখুশি, আর নাড়– শব্দগুলো অনেকটাই যখন রূপকথা আর ইতিহাস হয়ে উঠছে প্রযুক্তির দ্রæত ধাবমান যাত্রায়, ঠিক তখন শত শত বছর ধরে পালিত হয়ে আসা লোককাহিনী সমৃদ্ধ সূর্যমনির মেলা ইতিহাসকে বাঁচিয়ে রেখেছে সভ্যতার সাথে পাল্লা দিয়ে।
১১ মাস চাষাবাদ আর এক মাসব্যাপী এ মেলার মাঠে রয়েছে শ্রী শ্রী সূর্যদেবের মন্দির। যেখানে রাখা মাটির সূর্যমূর্তির পূজা হয় এক মাসব্যাপী প্রতিদিন সকালে। বংশানুক্রমে পূজার দায়িত্বে থাকা পুরোহিতদের বর্তমান বংশধর কৃষ্ণকান্ত ভট্টাচার্য। মন্দিরে গিয়ে শুধু ২০ টাকা দিয়ে যেকেউ ক্রয় করতে পারবেন আব্দুল হাই বখশের লেখা ‘বানারীপাড়ার সূর্যমণি মেলার ইতিহাস’ শীর্ষক এক পুস্তিকা।

যেভাবে যাবেন :  

বরিশাল নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বাসে ৫০ মিনিট এবং থ্রী-হুইলার মাহিন্দ্রতে ৪০মিনিটে পৌঁছে যাওয়া যায় বানারীপাড়া উপজেলার বাসস্ট্যান্ডে। সেখান থেকে একটি রিকশায় ২০ টাকার ভাড়ায় পৌঁছে যাবেন কাঙ্খিত সূর্যমণির মেলায়। মেলা ঘুরে দেখার জন্য উপযুক্ত সময় বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত। মেলায় আসা বা ফেরার পথে আপনি চাইলে আপনার পরিকল্পনায় রাখতে পারেন নয়নাভিরাম গুঠিয়া মসজিদ ও দুর্গাসাগর ঘুরে নেওয়ার প্রস্তুতি। কারণ পথেই আপনি অতিসহজে পাচ্ছেন বরিশালের বিখ্যাত এ দুটি পর্যটন কেন্দ্র।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে ১৫ বিজিবি’র অভিযানে ১১ লাখ টাকার গরু ও মাদক জব্দ

২২৭ বছরের সূর্যমণি মেলা

আপডেট সময় : 06:53:49 pm, Friday, 25 March 2022

মনির হোসেন,বরিশাল ব্যুরো।।

ইতিহাস ও ঐতিহ্যপ্রেমীদের
অভিজ্ঞতার হাতছানি-গ্রামীণ
সংস্কৃতির ধারক

ইতিহাস ও ঐতিহ্যপ্রেমীদের অভিজ্ঞতার জন্য সূর্যমণির মেলা এক দারুণ অভিজ্ঞতার হাতছানি। গ্রামীণ সংস্কৃতি লালন করে আসা এই মেলার সাথে যারা পরিচিত নন, তাদের জন্য ঘুরে আসি আজ থেকে ২২৭ বছর পূর্বের সূর্যমণির মাঠে। যে মাঠে গত ২৩দিন ধরে চলমান রয়েছে সূর্যমনির মেলা। যা চলবে আরও সাতদিন। গত দুইবছর করোনার কারণে মেলার আয়োজন বন্ধ ছিলো। এবার মেলার শেষ সময়ে বেশ জমে উঠেছে।
কয়েকশ’ স্টল সমৃদ্ধ এ মেলার মূল আকর্ষণের একটি হচ্ছে স্বল্পমূল্যের কাঠের আসবাব ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র। রয়েছে বাংলাদেশের অন্যতম প্রাচীন সার্কাস। ঐতিহ্যবাহী পুতুল নাচ, যাত্রাপালা, ভ‚তের বাড়ি ও দৈনিক উল্লাস র‌্যাফেল ড্র লটারী। গ্রাম্যমেলার মূল বৈশিষ্ট্য কাঠের নাগরদোলার পাশাপাশি রয়েছে নতুন সংযুক্ত নৌকা আকৃতির স্টিলের নাগরদোলা। মেলায় খুব ভালো মানের নানাধরনের খাবার পাওয়া যায়। মেলায় ওঠা বিশাল আকৃতির মিষ্টির কদর রয়েছে আগতদের মধ্যে, যা ঐতিহ্যবাহীও বটে। মাসব্যাপী সূর্যমনির মেলা বানারীপাড়াসহ পাশ্ববর্তী জেলা ও উপজেলার বিনোদন প্রেমি মানুষের কাছে এখন আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিনত হয়েছে।

সূর্যমণি মেলার ইতিহাস :

বরিশাল জেলার বর্তমান বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের বেতাল গ্রামের বর্তমান সূর্যমণির মাঠে ২২৭ বছর পূর্বেও চলতো চাষাবাদ। সেই সময়ের কোনো একদিনে জমিতে লাঙল চালাচ্ছিলেন এক কৃষক। হঠাৎ কিসে যেন লাঙলের ফলা আটকে যায়। কিছুতেই আর হালের গরু সামনে এগুতে পারছিলো না। তাই নিরুপায় কৃষক কোদাল দিয়ে কিছু মাটি সরিয়ে দেখতে পেলেন, কালো মতন শক্ত কিছু। তিনি দৌঁড়ে স্থানীয় প্রভাবশালী সরকার বাড়ির কর্তাকে বিষয়টি জানালেন। ছুটে এলো লোকজন। মাটি খুঁড়ে পাওয়া গেল কালো বর্ণের কষ্টিপাথরের সূর্যমূর্তি। লাঙলের ফলায় আটকে যার কানের এক অংশবিশেষ ভেঙে যায়।
যতœসহকারে মূর্তিটির ঠাঁই হলো সরকার বাড়িতে। কিন্তু বাড়ির গৃহকত্রী স্বপ্নে পেলেন এক আদেশ। জমির যেস্থানে যেদিনে মূর্তিটি পাওয়া গেছে, সেখানে সেইদিনে করতে হবে সূর্য ঠাকুরের পূজা। আর দিনটি ছিল মাঘী সপ্তমীর শুক্লপক্ষ। ১৭৯৫ সালে এ পূজাকে ঘিরে প্রথম মেলার আয়োজন করা হয়।
এ কাহিনীর নিশ্চিত প্রমাণ পাওয়া না গেলেও জ্ঞানী-গুণী, ইতিহাসবিদ ও স্থানীয়দের মাঝে কথিত এবং প্রচলিত ইতিহাস এটাই। মূলত সূর্যমূর্তির পূজাকে ঘিরেই গড়ে উঠেছে সূর্যমনি মেলার প্রচলন। হিন্দু সম্প্রদায়ের লোকজন বিশ্বাস করেন, এ পূজা করলে সূর্যের তাপ, রাহু, রোগবালাই থেকে মুক্তি পাওয়া যায় এবং বৃদ্ধি পাবে জমির উর্বরা শক্তি। শুরুতে মেলা একদিনই হতো। ১৯৭০ সালের দিকে মেলা তিন দিনব্যাপী করা হতো। আর এখন ধীরে ধীরে মেলার ব্যাপ্তি বেড়ে ৩০ দিনে দাঁড়িয়েছে।
সরকার বাড়ির শেষ বংশধর গঙ্গু সরকার ১৯৪৭ সালে দেশভাগের সময় তার বাড়িঘর-জমিজমা স্থানীয় চেরাগ আলী মোল্লার কাছে বিক্রি করে যান। সেই থেকে মোল্লা পরিবার এই সূর্যমণির মাঠের মালিক। বর্তমান বংশধর জাকির হোসেন মোল্লাসহ এ মেলার আয়োজনে রয়েছে মেলা আয়োজক কমিটি ও পূজা কমিটি।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, মাটির নিচে পাওয়া প্রায় পাঁচ ফুট লম্বা, চোখে রেডিয়াম লাগানো কষ্টিপাথরের ঐতিহাসিক সূর্যমূর্তিটি ১৯৬৮ সালে চুরি হয়ে যায়। তবে তাতে থেমে যায়নি পূজা ও মেলার প্রচলন। মাটির তৈরি সূর্যমূর্তি দিয়ে প্রতিবছর পালিত হয় এ মেলা। গ্রাম্য মেলা, নাগরদোলা, বাতাসা, মনখুশি, আর নাড়– শব্দগুলো অনেকটাই যখন রূপকথা আর ইতিহাস হয়ে উঠছে প্রযুক্তির দ্রæত ধাবমান যাত্রায়, ঠিক তখন শত শত বছর ধরে পালিত হয়ে আসা লোককাহিনী সমৃদ্ধ সূর্যমনির মেলা ইতিহাসকে বাঁচিয়ে রেখেছে সভ্যতার সাথে পাল্লা দিয়ে।
১১ মাস চাষাবাদ আর এক মাসব্যাপী এ মেলার মাঠে রয়েছে শ্রী শ্রী সূর্যদেবের মন্দির। যেখানে রাখা মাটির সূর্যমূর্তির পূজা হয় এক মাসব্যাপী প্রতিদিন সকালে। বংশানুক্রমে পূজার দায়িত্বে থাকা পুরোহিতদের বর্তমান বংশধর কৃষ্ণকান্ত ভট্টাচার্য। মন্দিরে গিয়ে শুধু ২০ টাকা দিয়ে যেকেউ ক্রয় করতে পারবেন আব্দুল হাই বখশের লেখা ‘বানারীপাড়ার সূর্যমণি মেলার ইতিহাস’ শীর্ষক এক পুস্তিকা।

যেভাবে যাবেন :  

বরিশাল নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বাসে ৫০ মিনিট এবং থ্রী-হুইলার মাহিন্দ্রতে ৪০মিনিটে পৌঁছে যাওয়া যায় বানারীপাড়া উপজেলার বাসস্ট্যান্ডে। সেখান থেকে একটি রিকশায় ২০ টাকার ভাড়ায় পৌঁছে যাবেন কাঙ্খিত সূর্যমণির মেলায়। মেলা ঘুরে দেখার জন্য উপযুক্ত সময় বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত। মেলায় আসা বা ফেরার পথে আপনি চাইলে আপনার পরিকল্পনায় রাখতে পারেন নয়নাভিরাম গুঠিয়া মসজিদ ও দুর্গাসাগর ঘুরে নেওয়ার প্রস্তুতি। কারণ পথেই আপনি অতিসহজে পাচ্ছেন বরিশালের বিখ্যাত এ দুটি পর্যটন কেন্দ্র।