
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে এক যুবকের গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৭ অক্টোবর) ভোরে নাসিক ৪নং ওয়ার্ডের আটি ওয়াপদা কলোনির রাস্তা থেকে মৃতদেহটি উদ্ধার করেছে পুলিশ।
নিহতর নাম মোঃ সুজন মিয়া।তিনি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার গোবিন্দপুর গ্রামের মোঃ সুরুজ মিয়ার ছেলে।
তিনি সিদ্ধিরগঞ্জের মিজমিজি শাহি মসজিদের পাশে অবস্থিত মনসুর মাস্টারের বাড়ির ভাড়াটিয়া ছিলেন।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান বলেন,স্থানীয়দের মাধ্যমে পুলিশ খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ সময় নিহতের পাশে থাকা ইজিবাইকটি জব্দ করে পুলিশ । মরাদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে । ওসি আরো বলেন,শুক্রবার গভীর রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা সুজন মিয়াকে গলা কেটে হত্যা করেছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া বিস্তারিত কিছু বলে যাবে না। নিহতর পরিবারের লোকজন থানায় এসেছে। তারা মামলা দিলে আমরা খুনিদের গ্রেফতার করতে অভিযান করব।