মোঃ আবু তৈয়ব, হাটহাজারী প্রতিনিধি
হাটহাজারী পৌরসভা বাজারে ‘আল্লাহর দান’ নামক একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তিনশত কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে উপজেলা প্রশাসন।
রবিবার -০২ ফেব্রুয়ারী- বেলা ১২ টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি লুৎফুন নাহার শারমীনের শারমিন নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিক্তিতে হাটহাজারী পৌরসভার কৃষি ফার্ম রোড়স্থ ‘আল্লাহ দান’ নামক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রায় তিনশত কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়েছে। এসময় নিষিদ্ধ পলিথিন বিক্রির অপরাধে ওই প্রতিষ্ঠানের মালিক আব্দুল মালেক -চড়ই- কে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫- সংশোধিত ২০১০- এর ৬ -ক- ধারায় দশ হাজার টাকা জরিমানা করে তা ডিজিটাল ক্যাশ রেজিস্ট্রার -ডিসিআর- এর মাধ্যমে তা আদায় করা হয়। এ সময় প্রায় ৩০০ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। অভিযানে পরিচালনার সময় পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট জান্নাতুল ফেরদৌস ও হাটহাজারী মডেল থানা পুলিশ সদস্যগণ সাথে থেকে সহযোগিতা করেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি লুৎফুন নাহার শারমীন অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।