তিতাস( কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার তিতাস উপজেলা সদর কড়িকান্দি গ্রামের মো.ছাইদুর রহমান মেম্বারের তত্ত্বাবধানে কুমিল্লা ২- (হোমনা- তিতাস)আসনের সংসদ সদস্য সেলিমা আহমদ মেরীর ঈদ উপহার পেলেন কড়িকান্দি গ্রামের ৩২ জন মানুষ।
গত ১৮ এপ্রিল দুপুরে মঙ্গলবার কুমিল্লা-২(হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরীর রাজনৈতিক কার্যালয় ফুলচান থেকে ঈদ উপহার পেলেন কড়িকান্দি গ্রামের গরিব অসময় ৩২ জন গরিব অসময় মানুষ
।উপজেলার কড়িকান্দি গ্রামের মো.ছাইদুর রহমান মেম্বার বলেন,আমি সেলিমা আহমদ মেরী আপার একজন কর্মী হিসেবে কাজ করে যাচ্ছি
।তারা-ই ধারাবিকতায় গত মঙ্গলবার আপার দেওয়া উপহার গ্রামের অসময় গরীব মানুষের মাঝে তুলে দিতে পেরে আমি খুব খুশি হয়েছি।আমি সেলিমা আহমাদ মেরী আপার একজন কর্মী হয়ে মাঠে কাজ করে যাচ্ছি।আগামী জাতীয় সাংসদ নির্বাচনে সেলিমা আহমদ মেরী আপার পক্ষে জনগণকে সাথে নিয়ে কাজ করবো ইনশাল্লাহ।