স্টাফ রিপোর্টার ভোলা।।
ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানা সংলগ্ন চর মানিকা ইউনিয়নের উত্তর চর মানিকা গ্রামের একটি সরিষা ক্ষেত থেকে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে দক্ষিণ আইচা থানা পুলিশের একটি টিম।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকেল ৩টার দিকে এ লাশ উদ্ধার করা হয়। লাশটির সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ বৃদ্ধের পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি।
ওই বৃদ্ধের আনুমানিক বয়স ৬০ বছর। লাশের পড়নে সাদা খয়েরী রঙের একটি লুঙ্গি ও গায়ে বেগুনি রঙের একটি সুয়েটার রয়েছে।
দক্ষিণ আইচা থানার ডিউটি অফিসার (এসআই) মো. নেসার উদ্দিন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। লাশের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।