সদরপুর থেকে শিমুল তালুকদার
ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৬ জানুয়ারি -বৃহস্পতিবার- বিকেল ৩ টায় কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষ্ণপুর ইউনিয়ন কৃষক দলের আহবায়োক গাউস মাতব্বর-সুমন-। বাংলাদেশের সংখাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সুসংগঠিত করার লক্ষে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে আয়োজিত সমাবেশে প্রধান অনিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা কৃষক দলের সদস্য সচিব মোরাদ হোসেন। এ সময় আরো বক্তব্য রাখেন জেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক মুন্সী জহুরুল- সোয়েব হোসেন
মোঃ জাহিদুর রহমান- সদরপুর উপজেলা কৃষক দলের আহবায়োক ফজলুর রহমান বাবুল- সদস্য সচিব আসাদ মৃধা- জেলা ছাত্র দলের সহ-সভাপতি নাজমুল হাসান রাজু- সাবেক ছাত্র নেতা রাজিবুল হক রুমি- সদরপুর উপজেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক ইমরান মাহমুদ, ফরিদ হোসেন- হারুন শেখ প্রমুখ। এ সময়ে কৃষ্ণপুর ইউনিয়নের সকল ওয়ার্ডের বিপুল সংখক
কৃষক সমাবেশে উপস্থিত ছিলেন।
বক্তারা সকল কৃষকদের ঐক্যবদ্ধ হয়ে কৃষক দলকে এগিয়ে নিতে সকল নেতা কর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।