
সুমন কুমার বর্মন, গাইবান্ধা প্রতিনিধি ॥
লকডাউন কার্যকর করতে দিন এনে দিন খাওয়া শ্রমজীবী মানুষের ঘরে ঘরে খাদ্য ও নগদ অর্থ সহায়তা দেয়া, অগ্রাধিকার ভিত্তিতে শ্রমজীবী মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা, সবার জন্য বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ী ইউনিয়নে শুক্রবার (৯ জুলাই) সকাল ১০টায় কমিউনিস্ট পার্টি, ঝাউবাড়ী শাখার উদ্যোগে এ মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সদর উপজেলা সিপিবি’র সভাপতি ছাদেকুল ইসলাম, দারিয়াপুর অঞ্চল কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।
বক্তারা বলেন, লকডাউনের ৯দিন অতিক্রান্ত হলেও দিন আনি দিন খাওয়া শ্রমজীবী মানুষের জন্য কোন ধরণের সহায়তা প্রদানের উদ্যোগ না নেয়ায় সরকারের সমালোচনা করেন। খাবার না দিয়ে গরীব মানুষকে সেনা পুলিশ দিয়ে ঘরে আটকানোর চেষ্টা অমানবিক। তারা অবিলম্বে শ্রমজীবী মানুষের ঘরে খাবার ও নগদ অর্থ সহায়তা প্রদান করার জন্য জেলা প্রশাসনের নিকট জোড় দাবি জানান। সেই সাথে গাইবান্ধা জেনারেল হাসপাতালে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ চালু ও চিকিৎসা সেবার মান বৃদ্ধির দাবি জানান।
বক্তাগণ মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে সতর্কতার সাথে চলার জন্য এলাকার মানুষের প্রতিও আহবান জানান।































