
তৌহিদুল ইসলাম চঞ্চল, বিশেষ প্রতিনিধি
লালমনিরহাটে পুলিশের অভিযানে আওয়ামী লীগ,যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের চার নেতাকে গ্রেপ্তার হয়েছে।
শুক্রবার -৯ মে- রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ও উপজেলার কাশীরাম এলাকার বাবলু মিয়ার ছেলে শরিফুল ইসলাম, হাতীবান্ধার নওদাবাস ইউনিয়ন যুবলীগের সভা. মফিজুল ইসলাম সুমন,একই উপজেলার গড্ডিমারী ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড আ. লীগের সভা. রমজান আলী খাঁন ও আদিতমারীর ভাদাই ইউনিয়ন আ. লীগের সি. সহ-সভাপতি অলিয়ার রহমান অলি।
পুলিশ জানায়, শুক্রবার ভোররাতে কালীগঞ্জের কাশীরাম এলাকা থেকে শরিফুল ইসলামকে গ্রেপ্তার করে কালীগঞ্জ থানা পুলিশ। তার সাথে সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও তার ছেলে সাবেক উপজেলা চেয়ারম্যান রাকিবুজ্জামান আহমেদের সাথে সখ্যতা ছিল। তার বিরুদ্ধে গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যাচেষ্টার মামলা রয়েছে।
একই দিন হাতীবান্ধা ও আদিতমারী থানা পুলিশের পৃথক অভিযানে আঃ লীগ নেতা রমজান ও অলি এবং যুবলীগ নেতা সুমনকে গ্রেপ্তার করা হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা –ওসি- সেলিম মালিক বলেন, “শরিফুলকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।“
হাতীবান্ধা থানার ওসি মাহামুদুন-নবী বলেন, “সুমন ও রমজানের বিরুদ্ধে গরু চুরির মামলা রয়েছে।“
তবে আদিতমারীর আ. লীগ নেতা অলিকে ঠিক কী কারণে গ্রেপ্তার করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি আদিতমারী থানা পুলিশ।