তৌহিদুল ইসলাম চঞ্চল, বিশেষ প্রতিনিধি
লালমনিরহাটে পুলিশের অভিযানে আওয়ামী লীগ,যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের চার নেতাকে গ্রেপ্তার হয়েছে।
শুক্রবার -৯ মে- রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ও উপজেলার কাশীরাম এলাকার বাবলু মিয়ার ছেলে শরিফুল ইসলাম, হাতীবান্ধার নওদাবাস ইউনিয়ন যুবলীগের সভা. মফিজুল ইসলাম সুমন,একই উপজেলার গড্ডিমারী ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড আ. লীগের সভা. রমজান আলী খাঁন ও আদিতমারীর ভাদাই ইউনিয়ন আ. লীগের সি. সহ-সভাপতি অলিয়ার রহমান অলি।
পুলিশ জানায়, শুক্রবার ভোররাতে কালীগঞ্জের কাশীরাম এলাকা থেকে শরিফুল ইসলামকে গ্রেপ্তার করে কালীগঞ্জ থানা পুলিশ। তার সাথে সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও তার ছেলে সাবেক উপজেলা চেয়ারম্যান রাকিবুজ্জামান আহমেদের সাথে সখ্যতা ছিল। তার বিরুদ্ধে গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যাচেষ্টার মামলা রয়েছে।
একই দিন হাতীবান্ধা ও আদিতমারী থানা পুলিশের পৃথক অভিযানে আঃ লীগ নেতা রমজান ও অলি এবং যুবলীগ নেতা সুমনকে গ্রেপ্তার করা হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা –ওসি- সেলিম মালিক বলেন, “শরিফুলকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।“
হাতীবান্ধা থানার ওসি মাহামুদুন-নবী বলেন, “সুমন ও রমজানের বিরুদ্ধে গরু চুরির মামলা রয়েছে।“
তবে আদিতমারীর আ. লীগ নেতা অলিকে ঠিক কী কারণে গ্রেপ্তার করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি আদিতমারী থানা পুলিশ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮