রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি।।
কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব মোঃ জাহেদ আলীর নৌকা প্রতীকের গণসংযোগে কায়েতপাড়া ইউনিয়নের নৌকা সমর্থকদের উপর হামলা চালিয়েছে বিদ্রোহী প্রার্থী ও তার সমর্থকরা। হামলায় পুলিশসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এ ঘটনায় রূপগঞ্জ থানার এসআই কাজল মজুমদার বাদী হয়ে অজ্ঞাত ২শ’/৩শ’ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
গতকাল ২৭ অক্টোবর বুধবার রাত ৭টায় নাওড়া এলাকায় আওয়ামীলীগের বিদ্রোহী আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমানের সমর্থিত সন্ত্রাসীরা নৌকা প্রতীক প্রার্থীর কর্মী সমর্থকদের উপর হামলা চালিয়েছে। হামলাকারীরা ইট পাটকেল নিক্ষেপ, ১০/১২ টি ককটেল বিষ্ফোরণ ও ৩/৮ ফাঁকা গুলিবর্ষণ করে আতঙ্কের সৃষ্টি করে। ‘অ্যাকশন অ্যাকশন-ডাইরেক্ট অ্যাকশন, হাত পা কাইট্টা লা- চোখ খুইলা লা’ এমন হুমকি স¦রূপ ¯েøাগান দিয়ে নৌকা প্রতীকের সমর্থকদের উপর তারা হামলা চালায়। একপর্যায়ে দু’পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে। ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। হামলায় আওয়ামীলীগ নেতা পচু প্রধান (৪০), ফজলুল হক (৪৫), যুবলীগ নেতা ওয়াসিম প্রধান (৩০), আমির হামজা (৪২), দুলাল (২২), ডাগু মিয়া (২৫) ও পুলিশ কনস্টেবল জমশেদসহ ১০জন আহত হয়। আহতদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ ১টি তাজা ককটেল উদ্ধার করেছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ বলেন, পুলিশ সদস্যসহ ১০জন আহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।