
নাঈম ভূইয়া, রায়পুরা প্রতিনিধি:
নরসিংদী জেলার রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নে মেঘনা নদীর তীরে মনোরম পরিবেশে ঈদের উপলক্ষে আশেপাশের বিভিন্ন ইউনিয়নসহ নরসিংদীর শহর থেকে নানান পেশার মানুষ এসে বুধবারে দুপুরের পর থেকে ভীড় জমায় এই রিভার ভিউ রেস্টুরেন্ট এন্ড শিশু পার্কে ।
শহরের কোলাহল জীবন থেকে বের হয়ে গ্রামীণ পরিবেশ উপভোগ করতে ছুটে আসে বিভিন্ন নানান পেশার মানুষ। দূর দূরান্ত থেকে যখন মানুষ ঈদের ছুটিতে গ্রামে আসে তখন পরিবার ও পরিজন নিয়ে ঘুরতে যায় নানান জায়গায়। গ্রামের এসব মানুষ ঈদের মধ্যে ঘুরাঘুরি করার জন্য দেশের নানান পর্যটন জায়গা গুলোতে গিয়ে ঘুরাঘুরি করে এবং পরিবারের সাথে সময় কাটায়। গ্রামে ঈদ করতে আসা এসব লোকজনদের যেন অন্য কোথাও যেতে না হয় এমন চিন্তা থেকে এলাকার কিছু মানুষ সংঘবদ্ধ হয়ে গড়ে তুলে এই নিলক্ষা চংপাড়া রিভারভিউ রেস্টুরেন্ট এন্ড শিশু পার্কটি। যাতে করে গ্রামে ঈদ করতে আসা লোকজন ঘুরাঘুরি এবং পরিবার লোকজনসহ ছেলে মেয়েদেরকে নিয়ে সময় কাটাতে পারে এই পার্কে ।
এই রেস্টুরেন্টে সার্বিক তত্ত্বাবধানে আছেন জনাব মোহাম্মদ হাজী, প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ পাপন আহমেদ, পরিচালনা কমিটি মো: দুলাল মিয়া, ফারুক মিয়া ও আমির হোসেন। মেঘনা নদীর তীরে ঘেষে নির্মাণ করা হয়েছে এই চংপাড়া রিভারভিউ রেস্টুরেন্ট এন্ড শিশু পার্কটি , যেন মানুষ এখানে এসে নদীর মনোরম দৃশ্য উপভোগ করার পাশাপাশি নদীর শীতল বাতাসে শরীর এবং মন রিফ্রেশ করতে পারে।
এই পার্কে বিভিন্ন ধরনের রাইড এর ব্যবস্থা করা হয়েছে। যেমন, বাচ্চাদের জন্য নৌকা রাইড, ট্রেন রাইড, জাম্পিং বেড, ঘোড়ায় চড়া,
স্পীড বোর্ডসহ অন্যান্য ব্যবস্থা রয়েছে এই পার্কে এবং এই রেস্টুরেন্টে বিভিন্ন মানসম্মত ও খাবার পরিবেশন করা হয় ও বিয়ে এবং মুসলমানির অনুষ্ঠানের জন্য পার্সেল অর্ডার নেওয়া হয়।
এই পার্কটিতে বিভিন্ন ফুল ও ফলের গাছ সহ অন্যান্য গাছপালা দিয়ে পুরো রেস্টুরেন্টেকে সবুজ শ্যামল পরিবেশে সাজানো হয়েছে। এমন মনোরম পরিবেশে, সবুজ শ্যামল ঘেরা প্রকৃতি , নদীর তীরবর্তী গড়ে উঠা উক্ত চংপাড়া রিভার ভিউ রেস্টুরেন্ট এন্ড শিশু পার্কে সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি এখানের মুখরোচক খাবারের স্বাদ নিতে প্রতিদিন হাজারো নারী,পুরুষ,শিশুরা ছুটে আসে এই পার্কে ।
এখানে ঘুরতে আসা দর্শনার্থীদের অনুভূতি জানতে চাইলে উনারা বলেন যে গ্রামে এমন সুন্দর একটি পরিবেশ রেস্টুরেন্টে ঘুরতে এসে তাদের অনেক ভালো লাগছে এবং দর্শনার্থীরা এখানে মনোমুগ্ধকর দৃশ্য বেশ উপভোগ করছেন।
রিভার ভিউ রেস্টুরেন্ট এন্ড শিশু পার্ক পরিদর্শন সময়কালে রেস্টুরেন্টে দায়িত্বরত ব্যাক্তিদ্বয় জানান যে মানুষ যেন তাদের পরিবার পরিজন নিয়ে আনন্দময় একটি সময় কাটাতে পারে সেই লক্ষ্যে এই রেস্টুরেন্ট প্রতিষ্ঠা করা হয়েছে। এলাকার সকল শ্রেণী মানুষের সার্বিক সহযোগিতার মাধ্যমে চংপাড়া রিভার ভিউ রেস্টুরেন্ট এন্ড শিশু পার্কটিকে আরও বড় পরিসরে গড়ে তোলার ইচ্ছে প্রকাশ করেন।