
মোঃ মাসুদ রানা মনি লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি
লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে রোটারি ক্লাব ঢাকা ও রোটারি ক্লাব কাকরাইলের যৌথ উদ্যোগে সুবিধাবঞ্চিত ১২০০ শিক্ষার্থীদের মাঝে স্লিপিং কিট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার দিনব্যাপী দল্টা রহমানিয়া উচ্চ বিদ্যালয় এবং রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে এই মহতী আয়োজন সম্পন্ন হয়।
রোটারিয়ান ত্রিদিব সাহা এবং ইসমাইল হোসেন সিরাজীর সার্বিক তত্ত্বাবধানে ১২০টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ১২০০ শিক্ষার্থীর মাঝে প্রায় ১ কোটি ২০ লাখ টাকার সমমূল্যের স্লিপিং কিট বিতরণ করা হয়। প্রতিটি কিটে শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় সামগ্রী অন্তর্ভুক্ত ছিল। কোমলমতি শিক্ষার্থীদের ক্লাবের পক্ষ থেকে বিশেষ পোশাক পরিয়ে কিট বিতরণ করা হয়।
এই আয়োজনকে আরও বর্ণিল করতে উপস্থিত ছিলেন ঢাকাস্থ রোটারি ক্লাবের শীর্ষ নেতৃবৃন্দ। স্থানীয় শিক্ষক, অভিভাবক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ রোটারি ক্লাবের এমন মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল হক ফারুক, সংস্কৃতিক ব্যক্তিত্ব সমীর রঞ্জন সাহা, সমাজসেবক জামাল পাটোয়ারী, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এবং শেখ মো. সোহেল, পার্থ বনিক, শিমুল কান্তি দাস,ইসমাইল মোহাম্মদ, ইব্রাহীম সৈকত সহ স্থানীয় রোটারিয়ান সদস্যরা এই উদ্যোগে অংশ নেন।
রোটারি ক্লাবের নেতৃবৃন্দ জানান, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে তারা নিয়মিত এ ধরনের কর্মসূচি পরিচালনা করছেন এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।