এম. মতিন, চট্টগ্রাম।।
আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে তৃতীয় ধাপে রাঙ্গুনিয়া উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছে উপজেলা নির্বাচন কমিশন।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে মনোনয়ন প্রত্যাশীরা ছিলেন উদ্বেগ উৎকন্ঠায়। অবশেষে জল্পনা-কল্পনা আর কেন্দ্রে লবিং তদবিরের লড়াই শেষে উপজেলার ১৩টি ইউনিয়নে দলীয় মনোনয়ন (নৌকা প্রতীক) পেলেন ১৩ প্রার্থী।
তৃতীয় ধাপের নির্বাচনে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ১৩ ইউনিয়ন পরিষদে (ইউপি) দলীয় চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ।
সোমবার (২৬ অক্টোবর) রাতে কেন্দ্রিয় আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
এবার রাঙ্গুনিয়ার ১৩ ইউপি’র ৫টিতে দেয়া হয়েছে নতুন প্রার্থী। বাকী ৮টিতে বর্তমান চেয়ারম্যানদেরই দলীয় প্রার্থী হিসেবে বহাল রাখা হয়েছে।
রাঙ্গুনিয়ার ১৩ ইউনিয়নে আওয়ামীলীগের দলীয় মনোনয়নপ্রাপ্ত প্রার্থীরা হলেন- ১নং রাজানগর ইউনিয়নে ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, ২নং হোসনাবাদে আলহাজ্ব দানু মিয়া,৫ নং পারুয়া ইউনিয়নে একতেহার হোসেন, ৬ নং পোমরায় আলহাজ্ব জহির আহম্মদ চৌধুরী, ৭নং বেতাগীতে নুর কুতুবুল আলম, ৮নং সরফভাটায় শেখ ফরিদ উদ্দিন চৌধুরী, ৯নং শিলক ইউনিয়নে নজরুল ইসলাম তালুকদার, ১০নং পদুয়ায় মুক্তিযোদ্ধা মো, আবু জাফর, ১১নং চন্দ্রঘোনা কদমতলি ইউনিয়নে আলহাজ্ব ইদ্রিস আজগর, ১২নং কোদালায় আবদুল কাইয়ুম, ১৩নং ইসলামপুর ইউনিয়নে সিরাজুল উদ্দিন চৌধুরী, ১৪নং দক্ষিণ রাজানগরে আলহাজ্ব আহমদ ছৈয়দ তালুকদার ও ১৫নং লালানগর ইউনিয়নে মীর তৌহিদুল ইসলাম কাঞ্চন।
এদিকে দলীয় মনোনয়ন ঘোষণা হওয়ার পর থেকে নেতা-কর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। দলীয় মনোনয়নে মনোনিত হওয়ার পর থেকেই স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীদের ফুলের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন নতুন ও পুরাতন মনোনয়নপ্রাপ্ত প্রার্থীরা।
জানা যায়, রাঙ্গুনিয়ার ১৩ ইউপির ৪৮ জন প্রার্থী আওয়ামীলীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের কাছে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চেয়ে আবেদন করেন। এদের মধ্য থেকে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড ১৩ জন প্রার্থীকে মনোনয়ন প্রদান করে।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী তৃতীয় ধাপের এই নির্বাচনের মনোনয়নপত্র দাখিল শেষ দিন ২রা নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ১১ নভেম্বর, প্রতীক বরাদ্দ ১২ নভেম্বর এবং ২৮শে নভেম্বর সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে।