
মোঃ রুবেল খান, মোংলা বাগেরহাট:
পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইমান হোসেন রিপনকে মোংলা পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব প্রদান করেছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি।
গত শুক্রবার (০৯ জানুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাঁকে ওই পদে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়। এরপর থেকেই সংগঠন প্রেমী এ নেতার পদায়নে উজ্জীবিত তৃণমূলের নেতাকর্মীরা ফেসবুকে শুভকামনা পোস্ট দিতে থাকেন।
বাংলাদেশ জাতীয়বাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম সাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয় বাগেরহাট জেলার মোংলা পৌর যুবদলের আহ্বায়ক মাহামুদ রিয়াদ যুবদল থেকে পদত্যাগ করে বিএনপিতে পদায়িত হওয়ায় মোংলা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন রিপনকে স্ব স্ব ইউনিটের ভারপ্রাপ্ত আহবায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
এ বিষয়ে ইমান হোসেন রিপন বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে রাজনীতি করি। দেশের স্বার্থে দলের যেকোনো নির্দেশনা মেনে চলি। বিএনপি দলকে আমার মনেপ্রাণে আঁকড়ে ধরেই বেঁচে আছি। দলের যেকোনো আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করে যেতে পারলেই জীবন স্বার্থ। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা সঠিকভাবে পালন করার জন্য সকলের কাছে দোয়া ও সহযোগিতা চাই।
























