স্টাফ রিপোর্টার ভোলা।।
ভোলা খেয়াঘাটে হতদরিদ্র অসহায় ঘাট শ্রমিকদের মাঝে জেলা রেডক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে তিন শতাধিক শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
গতকাল সোমবার বেলা ১২.৩০ মিনিটের সময় ভোলা বিআইডব্লিউটিএ কার্যালয় ভবন মাঠে শীত বস্ত্র বিতরণ করে জেলা আ’লীগের সাবেক সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ও কাচিয়া ইউনিয়ন পরিষদের পরপর চারবারের অত্যন্ত জনপ্রিয় চেয়ারম্যান জহুরুল ইসলাম নকিব ও জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী মোঃ আজিজুল ইসলাম।
এসময় শীত বস্ত্র বিতরনের সময়ে আরো উপস্থিত ছিলেন, ভোলা বিআইডব্লিউটিএ এর সহকারি পরিচালক মোঃ শহিদুল ইসলাম, টিআই জাহিদুল ইসলাম,জেলা স্বেচ্ছাসেবক লীগ এর সাবেক যুগ্ন আহ্বায়ক মুজাহিদুল ইসলাম তুহিন,ও জেলা রেডক্রিসেন্ট সোসাইটির যুব সসদ্য সহ অন্যোন্য কর্মকর্তাবৃন্দ