বেরোবি প্রতিনিধি।।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ‘ক’ ইউনিটভুক্ত বিজ্ঞান অনুষদের গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শনিবার (৩০ জুলাই) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে ঘন্টাব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে প্রায় শতভাগ পরীক্ষার্থীর উপস্থিতিতে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
অভিন্ন প্রশ্নপত্রে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্যান্য ২১টি বিশ্ববিদ্যালয়ে একযোগে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পপাস কেন্দ্রে ৩৩৪২ জন ভর্তিচ্ছু অংশ্রগহণ করে।
পরীক্ষা চলাকালীন বিভিন্ন জেলা থেকে আগত কয়েকজন অভিভাবকের সাথে কথা হয়। নীলফামারী থেকে আগত এক অবিভাবক জানান, গুচ্ছ পরীক্ষা না হয়ে সব বিশ্ববিদ্যালয়ে আলাদাভাবে পরীক্ষা হলে টাকা-পয়সা ও দীর্ঘপথ জার্নি করে পরীক্ষা দেয়া সত্যিই অনেক কষ্টকর এবং অনেক ভোগান্তি পোহাতে হয়। তাছাড়া হোস্টেলে থাকা লাগতো, সেটা এখন লাগতেছে না। বলতে গেলে আমরা সব দিক দিয়েই খুশি। গুচ্ছ ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরে অনুষ্ঠিত হওয়ায় আমরা অনেক খুশি।
পঞ্চগড় থেকে আগত আরেক অভিভাবক বলেন, পূর্বে আমাদের ছেলে- মেয়েদের ভোগান্তিতে পড়েছিল কিন্তু গুচ্ছ ভর্তি পরীক্ষায় এসব জটিলতা অনেকাংশে কমে গেছে। এতে অবিভাবক হিসেবে আমরা সন্তুষ্টি প্রকাশ করেছি।
দিনাজপুর থেকে আসা তন্ময় জানান, গুচ্ছ ভর্তি পরীক্ষা হওয়ায় সময় ও অর্থের সাশ্রয় হয়েছে। প্রশ্ন মানসম্মত ছিল। এছাড়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালেয়ের সবগুলো একাডেমিক ভবন কাছাকাছি হওয়ায় সিট প্লান খুজে বের করেত তেমন সমস্যা হয়নি।
ঠাকুরগাঁও থেকে আগত ভর্তিচ্ছু সোহেল রানা বলেন, এবার গুচ্ছের পরীক্ষা তুলনামূলক অনেক প্রশ্ন সহজ হয়েছে। আশা করছি চান্স হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী বলেন, কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে আজকের (ক ইউনিটের) ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। ভ্রাম্যমান আদালতসহ বিশ্ববিদ্যালয় প্রশাসন যথেষ্ট তৎপর রয়েছে। যেকেউ ইলেক্ট্রনিক্স ডিভাইস দিয়ে কিংবা অন্য উপায়ে অসাদুপায় অবলম্বন করার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জানা যায়, ২০২১-২২ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটে পরীক্ষার জন্য মোট আবেদন পড়েছে দুই লাখ ৯৪ হাজার ৫২৪টি। এরমধ্যে সবচেয়ে বেশি আবেদন পড়েছে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটে। এ ইউনিটে এক লাখ ৬১ হাজারে রবেশি শিক্ষার্থী ভর্তি আবেদন করেছেন।