আমিরুল হক,
নীলফামারী জেলা প্রতিনিধি ।।
রেলপথ সচিব ড. মো. হুমায়ুন কবীর বলেছেন, ‘বঙ্গবন্ধু পৃথিবীর অন্যতম সেরা সংবিধান প্রণয়ন করেন, এমনকি শিক্ষা, স্বাস্থ্যের পাশাপাশি গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতা অর্জনের জন্যও উদ্যোগ নিয়েছিলেন। তাই বঙ্গবন্ধু জীবিত থাকলে বাংলাদেশ অনেক আগেই উন্নত হতো’।
বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুরে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর ১০২তম জন্মদিন ও শিশু দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন। দিবস উপলক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানটি কাব হলিডে, আবৃত্তি, ভাষণ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত¡াবধায়ক (ডিএস) সাদেকুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) মো. কামরুল আহসান, পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলী মো. মনিরুল ইসলাম ফিরোজি ও সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, সৈয়দপুর রেলওয়ে কারখানার কার্যব্যবস্থাপক শেখ হাসানুজ্জামান। উপস্থিত ছিলেন শিক্ষাপ্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মাসুদ রানা।
প্রধান অতিথি আরও বলেন, বঙ্গবন্ধুর ভাষণের প্রতিটি শব্দ নিয়ে গবেষনা হতে পারে। কেননা তিনি ওই ভাষনে মুক্তির কথা বলেছেন। জীবনে তিনি ১৩বার কারাবরণ করেন। তাঁর আটটি জন্মদিন জেলাখানায় কেটেছে। জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি।
প্রধান অতিথিকে স্কুল মাঠে রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও কাব স্কাউট দল অভিবাদন জানায়। মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শিত হয় প্রধান অতিথির সম্মানে।
পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক অপু বিশ্বাস।