পাবনা প্রতিনিধি।।
পাবনার ঈশ্বরদীতে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মাইক্রোবাস ও কয়েকটি ঘর ভষ্মিভূত হয়েছে।
বৃহস্পতিবার -২০ জুন- ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ী সরদার পাড়া গ্রামে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ঈশ্বরদী ফায়ার সার্ভিস গ্রীনসিটি স্টেশন লিডার জহুরুল ইসলাম জানান, চরগড়গড়ী সরদার পাড়া গ্রামের সেলিম রেজা মন্ডল সকাল সাড়ে ১১ টার দিকে তার বাড়ির সামনে রাখা মাইক্রো বাসটির ইঞ্জিল চালু করার সাথে সাথে আগুন ধরে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়।
এতে মাইক্রোবাস ও বাড়ির কয়েকটি ঘর আগুনে পুড়ে ভষ্মিভূত হয়। এতে আহত হয় মাইক্রোবাসের মালিক সেলিম রেজা।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্নিকান্ডে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্র জানায়।