জান্নাতীন নাঈম জীবন
পবিপ্রবি প্রতিনিধি।।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
দুপুর ১১টা ৩০ মিনিটে বঙ্গবন্ধু ভাস্কর্যে পুষ্পার্ঘ্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ ছাত্রলীগের পবিপ্রবি শাখার সভাপতি আরাফাত ইসলাম খান সাগর ও সাধারন সম্পাদক মেহেদী হাসান তারেক।
এসময় তারা ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর মাসব্যাপি কর্মসূচির অংশ হিসেবে এক বর্ণাঢ্য র্যালি বের করেন। র্যালিটি টিএসসির সামনে থেকে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে জয়বাংলা চত্বরে এসে শেষ হয়।