
নিউজ ডেস্ক:
দীর্ঘ প্রবাস জীবন শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর তাঁর সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।
বৃহস্পতিবার শাহজাল বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে সাক্ষাৎকালে মেয়র ডা. শাহাদাত হোসেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ এই বৈঠকে তাঁরা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং চট্টগ্রামের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।
মেয়র শাহাদাত হোসেন বলেন, “দেশনায়ক তারেক রহমানের বীরোচিত প্রত্যাবর্তন বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে দেশ পুনর্গঠন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এক নতুন মাত্রা পেয়েছে। চট্টগ্রামের জনগণের পক্ষ থেকে আমি তাঁকে জানাই আন্তরিক অভিনন্দন।”
সাক্ষাৎকালে তারেক রহমান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বর্তমান কার্যক্রমের খোঁজখবর নেন এবং চট্টগ্রামকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে মেয়রকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি চসিক মেয়রকে জনগণের সেবায় সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাওয়ার আহ্বান জানান।
এ সময় দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের অন্যান্য উর্ধ্বতন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
























