
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।।
সুনামগঞ্জের জগন্নাথপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন পরিষদের উদ্যোগে প্রতি বছরের মতো এবারো স্থানীয় স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ১০ ও ১১ নভেম্বর দুই দিন ব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
প্রথম দিন ১০ নভেম্বর বৃহস্পতিবার দিন থেকে শুরু হয়ে রাত ১২ টা পর্যন্ত মাহফিলে বয়ান পেশ করেন আল্লামা হুছামুদ্দীন চৌধুরী-ফুলতলী, আল্লামা উসমান গণি সালেহী, মাওলানা আসাদুল্লাহ সাইফী, মাওলানা শহিদুল ইসলাম নিজামী, মাওলানা আজমল হোসাইন জামী ও মাওলানা নিজাম উদ্দিন জালালী। এতে সভাপতিত্ব করেন মাওলানা আবদুল করিম ফারুকী ও মুফতি গিয়াস উদ্দিন।
দ্বিতীয় দিন ১১ নভেম্বর শুক্রবার দিন থেকে রাত ১২ টা পর্যন্ত বয়ান পেশ করবেন আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী-ফুলতলী, আল্লামা ড. বদিউল আলম সরকার, আল্লামা ছমির উদ্দিন, আল্লামা সিরাজুল ইসলাম ফারুকী, মাওলানা আবদুল আহাদ জিহাদী ও মাওলানা মহি উদ্দিন মিছবাহ।
এতে সভাপতিত্ব করবেন মাওলানা ড.মঈনুল ইসলাম পারভেজ ও মাওলানা তাজুল ইসলাম আলফাজ।