
দাউদ রানা -সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি।।
সিরাজগঞ্জের চৌহালীতে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। চলতি মাসের ১জুলাই থেকে ৪ জুলাই পর্যন্ত উপজেলায় ৩২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে ১৬ জনের করোনা পজিটিভ ফলাফল এসেছে। জানা গেছে, দুর্গম চৌহালী উপজেলার ৭ টি ইউনিয়ন বসবাসকারী জনগণের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার নমুনা সংগ্রহের জন্য বুথ চালু করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল কাদের মিলন বলেন, চৌহালীতে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। করোনা রোগীদের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১টি বেড নিয়ে একটি আইসোলেশন ইউনিট প্রস্তুত রাখা হয়েছে। হাসপাতালে এখন কোনো রোগী ভর্তি নেই। করোনা আক্রান্ত রোগীরা বাসায় হোম কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন আছেন।































