শওকত আলম, কক্সবাজার
কক্সবাজারের চকরিয়া পৌরসভার ভাঙ্গারমুখ এলাকায় বখাটে যুবক শ্বশুর বাড়িতে ঢুকে স্ত্রী ও শ্বাশুড়িকে ছুরাকাঘাতে হত্যা করেছে। নিহত তরুণী চকরিয়া উপজেলায় কর্মরত সাংবাদিক আবদুল হামিদের মেয়ে।
১৭ জানুয়ারি শুক্রবার বিকাল ৫ ঘটিকায় এ ঘটনাটি ঘটেন বলে জানান স্থানীয় প্রত্যক্ষদর্শী।
হত্যাকারী সাখাওয়াত হাসান মেহেদি -২২-চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আজমুল্লা পাড়ার মরকাজ মসজিদ সংলগ্ন আবুল কাসেমের ছেলে।
সাংবাদিক কন্যাকে হত্যার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কক্সবাজার জেলা প্রেসক্লাব। প্রেসক্লাব নেতারা ঘাতক মেহেদিকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসার জোর দাবি জানিয়েছেন।