নীলফামারী থেকে
সাদ্দাম আলী।।
হিংসা আর নয় সংঘাত- এই শ্লোগানে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রæপসহ বিভিন্ন গণমাধ্যমে হামলার প্রতিবাদে নীলফামারীতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১২টার দিকে নীলফামারী প্রেসক্লাব মিলনায়তনে জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের ব্যানারে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে গণমাধ্যমকর্মী ছাড়াও বিভিন্ন পেশাজীবী ও সামাজিক এবং সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।
নীলফামারী প্রেসক্লাবের সভাপতি এ.বি.এম মঞ্জুরুল আলম সিয়ামের সভাপতিত্বে সংগঠনের সাবেক সভাপতি তাহমিন হক ববী- সাবেক সাধারণ সম্পাদক হাসান রাব্বী প্রধান- সহসভাপতি আনোয়ারুল আলম প্রধান- দৈনিক নীলফামারী বার্তার সম্পাদক শীষ রহমান- প্রথম আলোর প্রতিনিধি মীর মাহমুদুল হাসান আস্তাক- এটিএন নিউজের প্রতিনিধি মিল্লাদুর রহমান মামুন- কালের কণ্ঠের প্রতিনিধি ভুবন রায় নিখিল- বিডিনিউজ টোয়েণ্টিফোর ডটকম- প্রতিনিধি বিজয় চক্রবর্তী কাজল- বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি আব্দুল বারী- নিউজ টুয়েণ্টিফোরের প্রতিধিনিধ আব্দুর রশীদ, ইনডিপেনডেণ্ট টেলিভিশনের প্রতিনিধি মাহমুদ আল হাসান রাফিন- খোলা কাগজের প্রতিনিধি মোশাররফ হোসেন- জেলা রিপোটার ইউনিটির সাধারণ সম্পাদক আল-আমিন রহমান- এশিয়ান এইজের প্রতিনিধি আজাহারুল ইসলাম রাজা- প্রথম আলো বন্ধু সভার সভাপতি রুবি আক্তার- বসুন্ধরা শুভসংঘের সহ-সম্পাদক গিরেন্দ্র নাথ রায়- সমাজকল্যাণ সম্পাদক দিপু রায় প্রমুখ।
বক্তারা ইস্ট ওয়েস্ট মিডিয়া, একাত্তর টেলিভিশন- এটিএননিউজসহ বিভিন্ন গণমাধ্যম ও সাংবাদিকের ওপর হামলা ঘটনার নিন্দা জানিয়ে বলেন- বৈষম্যহীন রাষ্ট্র গঠনে এমন হামলা নতুন কোন ষড়যন্ত্রের অংশ কিনা সেটি খতিয়ে দেখে দ্রæত ব্যবস্থা নিতে হবে সরকারকে।
গণমাধ্যম ও সংবাদ কর্মীদের উপর হামলাকারীদের দ্রæত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকারে প্রতি আহবান জানিয়ে বৈষমহীন স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় রাজনীতির উর্ধ্বে থেকে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনে দেশের প্রতিটি গণমাধ্যমের প্রতি আহবান জানান বক্তারা।
ওই প্রতিবাদ সমাবেশে নীলফামারী টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক জুয়েল রহমান, সাবেক সভাপতি আলী সাদ্দামসহ সংগঠনটির অন্যান্য সদস্যরা অংশগ্রহন করেন।