মিজানুর রহমান অপু,
পটুয়াখালী প্রতিনিধি।।
পটুয়াখালীর কুয়াকাটায় অতিরিক্ত ইলিশ বহনকারী কুয়াকাটা এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহি বাস খালে পরে পর্যটক ও ব্যবসায়ীসহ অন্তত ১৩ জন আহত হয়েছে।
গতকাল রাত নয়টায় কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের কুয়াকাটার পৌর শহরের কচ্ছপখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য কলাপাড়া হাসাপাতালে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় বাসের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল কুয়াকাটা এক্রপ্রেস ( ঢাকা-মেট্রো-ব-১৫- ৩৫৬৫) নামের বাসটি ধারন ক্ষমতার চেয়ে বেশি ইলিশ মাছ ও অন্তত ২০ জন যাত্রী নিয়ে কুয়াকাটা থেকে বেনাপোলের উদ্দেশ্যে রওয়ানা দেয়। অতিরিক্ত মাছ বহন করার ফলে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে কচ্ছপখালী খালে পরে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং রাত দুইটার দিকে বাসটি খাল থেকে উদ্ধার করে।
মহিপুর থানার ওসি তদন্ত আবুল খায়ের জানান, এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে এবং চালক ও হেলপারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।