মো.ইমরান হোসেন হান্নান,
কালিয়াকৈর ( গাজীপুর) প্রতিনিধি।।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশিদের সর্বাত্নক প্রচেষ্টা , লবিং ও তৎবির প্রতিযোগিতায় চুড়ান্ত ভাবে নৌকার মাঝি হিসেবে ৭ জন প্রার্থী মনোনীত হয়েছেন । পাশাপাশি আওয়ামীলীগের রাজনৈতিক অনেক ত্যাগী নেতা-কর্মীরা মনোনয়ন না পেয়ে ক্ষুব্ধ ও হতাশ হয়ে পড়েছে ।
উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে ৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে । দুইটি ইউনিয়নের মধ্যে শ্রীফলতলী ও মৌচাক ইউনিয়নে সীমানা জটিলতার কারণে নির্বাচন স্থগিত রয়েছে । আওয়ামীলীগের চুড়ান্ত মনোনয়নে ৭টি ইউনিয়ন পরিষদের দলীয় প্রার্থী ও নৌকার মাঝি হিসেবে মনোনীত ব্যক্তিরা হলেন , সুত্রাপুর ইউনিয়ন ঃ মো. সুলতান আহমেদ মোল্লা , চাপাইর ইউনিয়ন ঃ লায়ন মো. আহসান হাবিব , ঢালজোড়া ইউনিয়ন ঃ মো. ইদ্রিসুর রহমান , বোয়ালী ইউনিয়ন ঃ মো. শাহাদত হোসেন , আটাবহ ইউনিয়ন ঃ কে.এম. ইব্রাহীম খালিদ , মধ্যপাড়া ইউনিয়ন ঃ মো. আতাউর রহমান , ফুলবাড়ীয়া ইউনিয়ন ঃএড. শাহআলম সরকার । দলীয় মনোনয়ন পাওয়ায় প্রার্থীরা মনোনয়ন বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন । অপরদিকে কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও স্বতঃস্ফুর্ত ভাবে উল্লাস প্রকাশ করেছেন ।
উপজেলা নির্বাচন কমিশন সুত্র জানায় , ইউ,পি চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দেয়ার সর্বশেষ তারিখ ২ নভেম্বর , যাচাই- বাছাই ৪ নভেম্বর , বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ৫ নভেম্বর ,প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১১ নভেম্বর । প্রতীক বরাদ্ধের তারিখ ১২ নভেম্বর। নির্বাচন ও ভোট গ্রহণের তারিখ ২৮ নভেম্বর ।
দলীয় মনোনয়ন থেকে বঞ্চিত ফুলবাড়ীয়া ইউ.পি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল হাকিম মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন , আওয়ামীলীগের পরিবার ও বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে দীর্ঘ ৪০ বছর যাবত রাজনৈতিক জীবনে দুই বার নির্বাচিত ইউ.পি চেয়ারম্যান হিসেবে জনগণের সেবা করে যাচ্ছি । আমি গত ২০০৩ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত একটানা ৯ বছর এবং ২০১৬ সাল থেকে ২০২১ ৬ বছর বর্তমান পর্যন্ত সর্বমোট ১৫ বছর যাবত সফল চেয়ারম্যান হিসেবে ও দলীয় সকল কর্মসুচী সক্রিয় ভাবে পালন করে আসছি । আমি দূঢ় আশাবাদী ছিলাম এবছরও দলীয় মনোনয়ন পাবো । কিন্তু দলীয় ভাবে আমার প্রতি সঠিক মূল্যায়ন করা হয়নি । এদিকে নির্বাচনের তারিখ যতই ঘনিয়ে আসছে ভোটার ও জনসাধারণের মধ্যে নির্বাচনী প্রচারণা এবং আনন্দঘন পরিবেশ দিন দিন উৎসব মুখর হয়ে উঠছে ।