নীলফামারী থেকে সাদ্দাম আলী।।
এক দফা দাবিতে নীলফামারীতে সব সরকারি-বেসরকারি হাসপাতালে তিন ঘন্টা কর্মবিরতি পালন করেছে নার্সরা। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল থেকে সব নন-নার্স প্রশাসন ক্যাডার প্রত্যাহার করে নার্সদের পদায়নের দাবিতে এই কর্মবিরতি পালন করছে তাঁরা।
আজ সকাল ৯টা থেকে নীলফামারী জেলা সদরের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালসহ জেলার সব সরকারি-বেসরকারি হাসপাতালে কর্মবিরতি শুরু হয়। তবে জরুরী বিভাগের জরুরী সেবা কার্যক্রম সচল রাখে আন্দোলনকারীরা।
সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতি চলাকালে হাসপাতাল গুলোর আউটডোর ও ইনডোরে থাকা রোগিরা সেবা না পেয়ে চরম বিপাকে পড়ে।
নীলফামারী জেনারেল হাসপাতালে কর্মবিরোতি চলাকালে বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের সহকারী জেলা পাবলিক হেল্থ নার্স সুমাইয়া খানম, নার্গিস বেগম- নীলফামারী জেনারেল হাসপাতালের সিনিয় স্টাফ নার্স শারমিন আকতার, নার্সিং ইন্সট্রাক্টর বাদশা আলমগীর প্রমূখ। কর্মবিরোতির আগে একটি বিক্ষোভ মিছিল হাসপাতাল চত্বর প্রদক্ষিণ করে।