
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার হোমনা উপজেলার চান্দেরচর ইউনিয়নের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
চান্দেরচর ইউনিয়নের রামকৃষ্ণপুর বাজারের অগ্নিকান্ডের চেষ্টা নিরসন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির সাভাবিক রাখার লক্ষে গত বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টার দিকে রামকৃষ্ণপুর বাজারে এই বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মো. সাইফুল ইসলাম।
চান্দেরচর ইউনিয়নের চেয়ারম্যান ও বাজার কমিটির সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে ও বিট পুলিশিংয়ের দায়িত্বরত কর্মকর্তা এস আই মো. নুরুল্লাহ মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হোমনা থানার( ওসি)তদন্ত রিপন বালা,রামকৃষ্ণপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক এমদাদুল হক, সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর ডিলারসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। এছাড়া সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও বাজার ব্যবসায়ীগণ বিট পুলিশিং সভায় উপস্থিত ছিলেন।