তিতাস -কুমিল্লা- প্রতিনিধি।।
কুমিল্লার হোমনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পশ্চিমপাশের ৬তলা ভবনের গলি থেকে আহতাবস্থায় উদ্ধার মো. খোকন মিয়া -২৬- নামের এক যুবকের মৃত্যু হয়েছে।গত ৯ অক্টোবর বুধবার রাত সাড়ে ৮টার দিকে ইতালী প্রবাসী রব মিয়ার নির্মানাধীন ভবনের গলি থেকে তাকে উদ্ধার করা হয়েছিলো।সে হোমনা পশ্চিমপাড়া ফকির বাড়ির মৃত ইমান আলীর ছেলে ও মাদক সেবী ছিলো।
জানা যায়- হোমনা কৃষ্ণপুর গ্রামের ইতালী প্রবাসী রব মিয়া প্রবাসে থাকায় ভবনের কাজ বন্ধ রয়েছে। এরই ফাঁকে ভবনটি মা দকাশক্তের আনাগোনা ছিলো।বুধবার রাত সাড়ে ৮টার দিকে চিৎকারের শব্দ শুনতে পেয়ে উল্টোদিকের ভবনের শ্রমিকরা দৌড়ে গিয়ে দেখি খোকনকে আহতাবস্থায় উদ্ধার করে হোমনা সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কিছুক্ষণ সে মারা যায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট করে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।এদিকে নিহতের ভাই মো. জসিম উদ্দিন জানান, নিহত খোকনের মুখে ও মা থায় রক্ত ছিলো-কেউ তাকে মেরে ৬তলা থেকে ফেলে দেয়।পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা যায়- নিহত খোকন মাদকাসক্ত ছিল ও মাদক বিক্রেতাদের সঙ্গে চলা-ফেরা করতো। খোকনসহ তার বন্ধুরা প্রায় সময় এ বিল্ডিংয়ে আড্ডা করতো। এ ঘটনায় আলমগীর নামের এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে।হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও.সি) মো. জাবেদ উল ইসলাম জানান- হোমনা হাসপাতাল থেকে নি হত খোকনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালে পাঠানো হয়েছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে জানা যাবে
মৃত্যুর কারন। তবে পরিবার থেকে কোন অভিযোগ পাইনি।