শওকত আলম- কক্সবাজার।।
গত ৬ জানুয়ারি, নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের -এনআরসি- ওয়াশ ম্যানেজার মো. সোহরাব হোসেন হেলপ কক্সবাজারের পরিচালিত দরিয়ানগর প্লাস্টিক কালেকশন সেন্টার পরিদর্শন করেন। এই সেন্টারটি সমুদ্র দূষণ প্রতিরোধ ও কক্সবাজারকে পরিচ্ছন্ন রাখতে হেলপ কক্সবাজারের উদ্যোগে ক্লাইমেট অ্যাকশন প্ল্যাটফর্মের সহযোগিতায় প্রতিষ্ঠিত হয়।
পরিদর্শনকালে তিনি গ্রীন ইয়ুথ ক্লাব ভলান্টিয়ারদের গতিশীল ও কার্যকর ভূমিকার প্রশংসা করেন। সেন্টারটি সম্পর্কে তিনি বলেন, এটি একটি বিশেষায়িত কেন্দ্র যেখানে প্লাস্টিক বর্জ্য সংগ্রহ- প্রক্রিয়াজাতকরণ এবং পুনর্ব্যবহারের কার্যক্রম পরিচালিত হয়। তিনি স্থানীয় প্রশাসন এবং বিভিন্ন এনজিওর সঙ্গে যোগাযোগ করে এই উদ্যোগকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন হেলপ কক্সবাজারের প্রজেক্ট কো-অর্ডিনেটর রাসেল আলী তালুকদার- সেন্টার সুপারভাইজার মো শাহেদ জান অভি, সহকারী সুপারভাইজার মো ইমরান এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা। সোহরাব হোসেন সেন্টারের কার্যক্রমের অংশ হিসেবে প্লাস্টিক বর্জ্য সংগ্রহের প্রক্রিয়া- পুনর্ব্যবহারযোগ্য উপকরণের ব্যবহারের পদ্ধতি এবং এর পরিবেশগত প্রভাব নিয়ে আলোচনা করেন।
তিনি বলেন, এই সেন্টারটি কক্সবাজারের পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং স্থানীয় মানুষদের পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য ঝুঁকি থেকে সুরক্ষা দেবে। সেন্টারটি শুধু প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় নয়- স্থানীয় কমিউনিটিকে সচেতন করার ক্ষেত্রেও অগ্রণী ভূমিকা পালন করবে।
পরিদর্শনের সময়, সেন্টারের ম্যানেজার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ ধরনের কার্যক্রম পরিচালনার জন্য ধন্যবাদ জানান।