
আমিরুল হক, নীলফামারী।।
নীলফামারীর সৈয়দপুরে শিক্ষার্থীদের নিয়ে গঠিত ‘হৃদয়ে সৈয়দপুর’ সেচ্ছাসেবী সংগঠনে উদ্যোগে পরিচ্ছন্ন সৈয়দপুর গড়ার প্রত্যয়ে শহরে বিভিন্ন স্থানে ডাস্টবিন স্থাপন করা হয়েছে। গত রোবার বিকেলে শহরের বঙ্গবন্ধুর চত্বরে এর উদ্বোধন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক সোহেল রানা। এরপর মেইন শহরের জিকরুল হক রোডে, দিনাজপুর রোডে, জিআরপি মোড়ে, সিনেমা রোডে, ২নং রেল ঘুমটিতে, ও সৈয়দপুর প্লাজার সামনে এ ডাস্টবিন স্হাপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আকাশ সরদার, সম্পাদক মোঃ রুবেল, সংগঠনের প্রতিষ্ঠাতা সোহেল রানা, সদস্য মমিনুল ইসলাম, নুর নবী, নজির হোসেন, রাশেদুজ্জামান, শাহরোজ রাব্বি, আসিফ হোসেন, আশিয়া, লিলি, সুলতানা পারভীন, লাবনী আক্তার, রাইদা আশা হক প্রমূখ।
হৃদয়ে সৈয়দপুর’র পৌর শাখার সদস্য সচিব মার্জিয়া রাইদা বলেন, আশা করি শহরের মানুষ এ ডাস্টবিনগুলো ব্যবহারে অভ্যস্ত হয়ে উঠবে এবং শহরটাকে পরিস্কার রাখবে।
সংগঠনটির কেন্দ্রীয় শাখার সভাপতি আকাশ সরদার বলেন, শহরে ডাস্টবিন অপ্রতুল হওয়ায় যেখানে- সেখানে আবর্জনা ফেলা হয়। এতে সৃস্টি হয় নোংরা পরিবেশের। তাই শহরকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখার উদ্দেশ্যে এ ড্রামগুলো স্থাপন করা হয়েছে।































