মোঃ আবু তৈয়ব
হাটহাজারী- চট্টগ্রাম- প্রতিনিধি।।
নিজের শিক্ষককে প্রধান অতিথি করে হাটহাজারীর উপজেলার চৌধুরীহাটে শুরু হলো মাসব্যাপী নারী উদ্যোক্তা মেলা।
নিজের শিক্ষক কে প্রধান অতিথি করে অনন্য এক নজির সৃষ্টির করেছে নারী উদ্যোক্ত মেলা।
শুক্রবার -১৫ নভেম্বর- বেলা ১১টার দিকে এ মেলার উদ্বোধন করেন প্রবীণ শিক্ষাবিদ ও সাংবাদিক মো: আতাউর রহমান মিয়া।
মেলা আয়োজন কারীরা জানান- এই মেলার উদ্দেশ্য হলো নারীদের উৎসাহিত করা যাতে নারীর উদ্যোক্তা হিসেবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করতে পারে।
মেলা ঘুরে দেখা যায় নারীদের নিজের হাতে তৈরিকৃত বিভিন্ন প্রসাধনী ও গ্রামীণ সংস্কৃতির বিভিন্ন তৈজসপত্র নারীদের তৈরি বিভিন্ন খাবারের দোকান পিঠার দোকান দেখা যায়।
এক নারী উদ্যোক্তা জানান এই ধরনের মেলার আয়োজন করলে পুরুষরা যেমন দেশগঠনে কাজ করে নারীরও দেশের বিভিন্ন কাজে অংশগ্রহণ করতে উৎসাহ পাবে।