মোঃ আবু কাওছার মিঠু
নারায়ণগঞ্জ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজাসহ লিটন-৩৮- নামের এক ব্যাক্তিকে আটক করা হয়েছে।
গতকাল বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- এম এ বারী।
এর আগে মঙ্গলবার বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষারিয়ারচর মেঘনা টোল প্লাজা এলাকায় এক অভিযানে তাকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী লিটন কুমিল্লা জেলার কোতোয়ালী থানার সাতরা এলাকার মৃত মিলন মিয়ার ছেলে।
পুলিশ জানায়- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশ চেকপোষ্টে নিয়মিত মাদকদ্রব্য উদ্ধারের জন্য গাড়ী-যানবাহন তল্লাসী চলছিলো। এসময় তার গতিবিধি সন্দেহজনক হলে তাকে আটক করে। তল্লাশীতে ১০কেজি গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়। প্রাথমিক তদন্তে ও জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছি, সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে এই গাঁজা সীমান্তবর্তী এলাকা থেকে বিক্রয়ের জন্য ঢাকায় নিয়ে যাচ্ছিলো।তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে বলে পুলিশ জানায়।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- এম এ বারী বলেন, ১০ কেজি গাঁজাসহ লিটন নামে একজনকে আটক করে মাদক মামলায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে।