
শিমুল তালুকদার
সদরপুর থেকে।।
অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য শাহীন মোল্যা -৫৩- আর নেই। তিনি চলে গেছেন না ফেরার দেশে। মরহুমের পারিবারিক সুত্র থেকে জানা গেছে, শাহীন ২৪ ডিসেম্বর -মঙ্গলবার- বিকেলে ঢাকার রায়েরবাগ কদমতলি এলাকায় ভারাকৃত বাসায় ঘুমের মধ্যেই ষ্টক করেন। তখন তাকে দ্রত হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। কিন্তু হাসপাতালে নেওয়ার পথেই সন্ধ্যা ৬ টার দিকে তিনি মৃত্যু বরণ করেন। আজ ২৫ ডিসেম্বর মরহুমের নিজ বাড়ি সদরপুর উপজেলার শৌলডুবী গ্রামে নামাজে জানাজা শেষে শৌলডুবী কবরস্থানে দাফন করা হয়। মৃত্যু কালে তিনি স্ত্রী, এক কন্যা ও দুই পুত্র সহ বহু আত্বিয় স্বজন রেখে গেছেন।
মরহুম শাহীন মোল্যা ফরিদপুর জেলার সদরপুর উপজেলার শৌলডুবী গ্রামের অবশর প্রাপ্ত পুলিশ মৃত আব্দুল কুদ্দুস মোল্যার পুত্র। চার ভাইয়ের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। ব্যক্তি জীবনে শাহীন মোল্যা ১৯৮৭ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। কর্ম জীবনে দীর্ঘ ৩৬ বছর সুনামের সাথে দায়িত্ব পালন করে ২০২৩ সালে অবসর গ্রহন করেন।
শাহীন মোল্যা ব্যক্তি জীবনে ছিলেন সদালাপী ও মিষ্টভাষী। এলাকায় গেলে বন্ধু বান্ধব- আত্বিয় স্বজন- এবং এলাকাবাসীদের সুন্দর আচরণ করতেন। তাঁর অকাল মৃত্যুতে শৌলডুবী গ্রামে শোকের ছাঁয়া নেমে আসে।
শাহীন মোল্যার মৃত্যুতে মরহুমের নিজ পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন “বাংলাদেশ প্রেসক্লাব” সদরপুর উপজেলা শাখার সভাপতি সাংবাদিক শিমুল তালুকদার।
সাধারণ সম্পাদক মোঃ সোবাহান সহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।