
তৌহিদুল ইসলাম চঞ্চল,
লালমনিরহাটে বিত্তহীন সমাজ উন্নয়ন সংস্থার বাস্তবায়নে দরিদ্র জনগোষ্ঠীর নারীদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার -১৯ জুন- দুপুরে বিত্তহীন সমাজ উন্নয়ন সংস্থা অফিস প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব মনোনীতা দাস।
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন –বিএনএফ- এর অর্থায়নে অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বিত্তহীন সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ও হারাটি ইউনিয়ন পরিষদের প্রশাসক খন্দকার সোহায়েল আহমেদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থাটির নির্বাহী পরিচালক ফাতেমা খন্দকার ন্যান্সি, আইআরডিএফ এর নির্বাহী পরিচালক রিয়াজুল হক পাটোয়ারি, মানসিকার পরিচালক একেএম আসাদুজ্জামান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, ১৬ জন উপকারভোগীর মাঝে ছাগল বিতরণ করা হয়।