মোঃআবু কাওছার মিঠু
নারায়ণগঞ্জ- প্রতিনিধি।।
অবশেষে পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের রূপগঞ্জের আনন্দ হাউজিং এ থাকা প্রায় ২৪ কাঠার জব্দ করা ডুপ্লেক্স বাড়িটিতে তল্লাশি চালিয়েছে দুদক ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।
দুর্নীতি দমন কমিশন -দুদক- ‘র করা মামলায় মহামান্য হাইকোর্টের আদেশে ১০ জুলাই বুধবার দুপুরে এ বাড়িতে তল্লাশি চালানো হয়।
তল্লাশি শেষে সাংবাদিকদের দুদক’র নারায়ণগঞ্জ‘র সমণ্বিত কার্যালয়ের উপ-পরিচলাক মঈনুল হাসান রওশনী জানান- ভিতরে আমরা তেমন কিছু পাইনি একটি সাধারণ পরিবারের যেরকম আসবাবপত্র থাকে যেমন টিভি, ফ্রিজ, এসি, ও বিভিন্ন ব্যবহার সামগ্রী আসবাবপত্র ইত্যাদি।
এদিকে বাড়িটি ঘিরে নানা রহস্য ও জবর দখলের শিকার হওয়া স্থানীয় জমি মালিক ও বাসিন্দাদের মাঝে স্বস্তি ও সরকারকে ধন্যবাদ জানান তারা। তবে তল্লাশি চলাকালে গণমাধ্যম কর্মীদের ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি।
এর আগে দুদক’র নারায়ণগঞ্জ‘র সমণ্বিত কার্যালয়ের উপ-পরিচলাক মঈনুল হাসান রওশনী আজ -৬ জুলাই- দুপুরে রূপগঞ্জের আনন্দ হাউজিং সোসাইটি এলাকায় অবস্থিত ওই বাড়িতে আদালতের নির্দেশে সাইনবোর্ড টাঙ্গিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি সাঁটানো হলো।
ঐ সময় উপস্থিত ছিলেন- দুদকের উপ-পরিচালক মঈনুল হাসান রওসানী- নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব শফিকুল আলম- রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আহসান মাহমুদ রাসেল- উপজেলা সহকারী কমিশনার ভূমি সিমন সরকারসহ আরো অনেকে।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১২ জুন আদালত তৃতীয় দফায় বেনজীরের আরও বিপুল পরিমাণ সম্পদ জব্দ করেছেন। সে তালিকায় এ বাংলোটিও রয়েছে। এরপর বাড়িটি দেখভালের জন্য জেলা প্রশাসককে রিসিভার নিয়োগ দেন আদালত। বাংলোটির মূল্য প্রায় ১০ কোটি টাকা।