মোঃ আবু কাওছার মিঠু
রূপগঞ্জ -নারায়ণগঞ্জ- প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে মাদক,সন্ত্রাস,চাঁদাবাজি ও নৈরাজ্যের বিরুদ্ধে সমাবেশ করা হয়েছে। গতকাল
১৩ নভেম্বর বুধবার দুপুরে উপজেলার ৬নং বিএনপির কার্য্যালয়ের সামনে তারা এ সমাবেশ করে। সভায় ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনিছুর রহমান ভুইয়ার
সভাপতিত্বে প্রধান অতিাথ হিসাবে উপস্থিত ছিলেন- তারাবো পৌর বিএনপির সভাপতি তাসিক হক ওসমান।
সভায় বক্তব্য রাখেন- তারাবো পৌর বিএনপির সাধারণ সম্পাদক
হাফিজুর রহমান পিন্টু- পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফ হাসান আরব- পৌর
যুবদলের আহবায়ক আফজাল কবির- পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক হাসান ইমাম
বাবুল- বিএনপি নেতা আবুল কাশেম- আবু সাঈদ ভুইয়া- বাবুল শিকদার- মকবুল
হোসেন- শামীম সাউদ- আলতাফ হোসেন- নাজমুল সাউদ- সিয়াম খান প্রমুখ।
সভায় বক্তারা বলেন- আওয়ামী সন্ত্রাসীরা রূপগঞ্জের নিরীহ
মানুষের উপর অনেক জুলুম- নির্যাতন ও অত্যাচার চালিয়েছে। সাধারণ মানুষের
বাড়িঘর- ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট ও হামলা চালিয়েছে। দেশ নায়ক তারেক
রহমানের নির্দেশে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান
দিপুু ভুইয়ার নেতৃত্বে সন্ত্রাসী- চাঁদাবাজ- মাদক ব্যবসায়ী ও
লুটপাটকারীদের নির্মূল করতে হবে। সকলকে ঐক্যবদ্ধভাবে এ সকল সন্ত্রাসী-
চাঁদাবাজ- মাদক ব্যবসায়ী- ভুমিদস্যু ও লুটপাটকারীদের বিরুদ্ধে রুখে
দাড়াতে হবে।