
নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৬তম জন্মদিন উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি পালিত হয়েছে ।
গতকাল (২৮ সেপ্টেম্বর) বুধবার
উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ ও সামাজিক সংগঠনের উদ্যোগে দোয়া, আলোচনা সভা, চিত্রাংকন,আবৃত্তি ও কেক কাটার আয়োজন করা হয়। জন্মদিনটি পালনে ৭৬ পাউন্ড ওজনের কেক কাটা হয়।
রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের মুড়াপাড়াস্থ কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ শাহজাহান ভুঁইয়া।
বিশেষ অতিথি ছিলেন,ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা,মুড়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ তোফায়েল আহমেদ আলমাছ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, সাংগঠনিক সম্পাদক লায়ন মোঃ হাবিবুর রহমান হারেজ, ফারুক হাসান, হাফিজুর রহমান সজিব, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান মুন্সি, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাছুম চৌধুরী অপু, আওয়ামীলীগ নেতা আবুল কালাম ভুঁইয়া, হাফিজুর রহমান, আমজাদ হোসেন, আলহাজ¦ মোঃ হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
পরে চিত্রাংকন ও আবৃত্তিতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।