
মোঃ আবু কাওছার মিঠু
নারায়ণগঞ্জ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার -৩০ ডিসেম্বর- বেলা ৩টায় আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন- রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডা. আইভী ফেরদৌস- রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার -ভুমি- তারিকুল আলম- পূর্বাচল অঞ্চলের সহকারী কর্মকর্তা উবায়দুর রহমান সাহেল- প্রশাসনিক কর্মকর্তা আশিকুর রহমান খান- উপজেলা প্রকৌশলী মেহমুদ মুরশেদ উল আল আমিন- রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী- সাপ্তাহিক আমাদের রূপগঞ্জ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. হানিফ মোল্লা- ভুলতা ইউপি চেয়ারম্যান আরিফুল হক ভুঁইয়া- গোলাকান্দাইল ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির মিয়া সহ আরো অনেকে।
সভায় মাদক- বাল্য বিয়ে- যৌতুক নিরসনসহ সড়ক-মহাসড়কে উচ্ছেদ অভিযানের বিষয়টি স্থান পায়। এছাড়াও চুরি- ডাকাতিক- ছিনতাই- চাঁদাবাজি- নারী নির্যাতন- ধর্ষন- হত্যা রোধে উপজেলা প্রশাসনের পাশাপাশি স্থাণীয় জনপ্রতিনিধি- সাংবাদিকদের সহযোগিতা চাওয়া হয়।
উল্লেখ্য- গত ৩ মাসে হত্যা- চুরি- ডাকাতি- ছিনতাই- ধর্ষণ- মাদক- মারামারির ঘটনায় রূপগঞ্জ থানায় ১২৮টি মামলা রুজু হয়েছে। তবে বিগত দিনের তুলনায় মাদক ৭০ ভাগ কমে এসেছে বলে বক্তারা দাবি করেন।