নুর মোহাম্মদ
কক্সবাজার প্রতিনিধি।।
শিক্ষার মানোন্নয়ন শীর্ষক শিক্ষার্থীদের পাঠের অগ্রগতির জন্য অভিভাবকদের সাথে মতবিনিময় ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রামুর দক্ষিণ মিঠাছড়ি উচ্চ বিদ্যালয় অভিভাবক সমাবেশের আয়োজন করেছে।
সোমবার ২২ সেপ্টেম্বর বিদ্যালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশ দক্ষিণ মিঠাছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শফির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
অভিভাবক সভায় আলোচনা করেন- নুরুল আজিম চৌধুরী- জুলফিকার আলি ভুট্টো- শিক্ষক নুরুল আলম।
অভিভাবক সভায় বক্তারা বলেন- শিক্ষার্থীদের পড়ালেখায় ফাকি দেওয়ার অন্যতম কারন হচ্ছে ফেইসবুক- ইন্টারনেট- ইউটিউব- ইত্যাদি। শিক্ষার্থীদের শিক্ষা ক্ষেত্রে গুরুত্ব প্রদানের জন্য অভিভাবকদেরও অগ্রনী ভূমিকা পালন করতে হবে।
শিক্ষার্থীরা পড়ালেখায় ফাকি দিচ্ছে কিনা সে দিকে লক্ষ রাখতে হবে। শিক্ষার্থীরা পিছিয়ে পড়ার করণ হলে নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত না থাকা। স্কুলে পড়ালেখার পাশাপাশি বাড়িতে পড়ালেখা করছে কিনা সে দিকে নজর দিতে হবে অভিভাবকদের।
দক্ষিণ মিঠাছড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ মোস্তফা’র সঞ্চলনায় অনুষ্ঠিত অভিভাবক সভায় স্বাগত বক্তব্য দেন- সহকারী শিক্ষক হামিদুল হক। এসময় মাহমদুল হাসান, মেহেদী হাসান, নুর মোহাম্মদসহ বিদ্যালয়ের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
সভায় আরো জানানো হয়, দশম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত নিশ্চিত করার জন্য অভিভাবকদের সচেতন হয়ে আরো দায়িত্বশীল ভুমিকা পালন করতে হবে।
এছাড়া কিছুদিন পরপর শিক্ষার্থীর বিষয়ে স্কুল কর্তৃপক্ষের সাথে অভিভাবকদের খোঁজ-খবর নেওয়ার জন্য আহবান জানান শিক্ষকগণ।